images 15 11
১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের এমভেজো গ্রামে জন্মগ্রহণ করেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা।
১৯৪৩ সালে ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন তিনি।তার রাজনৈতিক দলের নাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)। যা ১৯১২ সালে গঠিত হয়।
১৯৬২ সালের ৫ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। ১৯৬৪ সালের ১২ জুন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় রবেন দ্বীপে। ২৭ বছর তিনি কারাগারে ছিলেন। বিশ্ব জনতার চাপে ১৯৯০ সালে ১১ ফেব্রুয়ারী তাঁকে মুক্তি দেওয়া হয়।
১৯৯৩ সালে তিনি শান্তিতে নোবেল পুরষ্কার পান। ১৯৯৪ সালের ১০ মে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হোন। ১৯৯৯ সালে তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন।
নেলসন ম্যান্ডেলা রবেন দ্বীপে করাগারে থাকার সময় ১৯৭৪ সালে আত্মজীবনী “Long Walk to Freedom ” বইটি লেখেন। এটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে। ম্যান্ডেলার কয়েদি নাম্বার ছিল ৪৬৬৬৪।
নেলসন ম্যান্ডেলার কয়েকটি উক্তি:
১. আমার সফলতা দ্বারা আমাকে মূল্যায়ণ করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে আমাকে বিচার করো।
২. সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে শিক্ষা, যার মাধ্যমে পৃথিবীকে বদলে ফেলা সম্ভব।
২. পৃথিবীতে আপনি যতোটা অর্জন করতে পারবেন প্রতিশোধ গ্রহণের মাধ্যমে, তার চেয়ে বেশী অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে।
নেলসন ম্যান্ডেলার বাংলাদেশ সফর:
১৯৯৭ সালের ২৫ মার্চ নেলসন ম্যান্ডেলা বাংলাদেশে আসেন। তিনি ২৭ মার্চ পর্যন্ত বাংলাদেশে ছিলেন। এই সময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতও বাংলাদেশে আসেন।
স্বাধীনতার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে তাঁরা বাংলাদেশ সফর করেন।এই সময় সোহরাওয়ার্দী উদ্যানে ‘শিখা চিরন্তন’ উদ্বোধন করেন।
২০১৩ সালের ৫ ডিসেম্বর বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা এই নেতা মৃত্যুবরন করেন। ১৫ ডিসেম্বর শৈশবের স্মৃতিঘেরা কুনু গ্রামে তাকে সমাহিত করা হয়।
তথ্য সংগ্রহে: সেতারা কবির সেতু
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।