images 15 2
কাল সোমবার ৪ জুলাই, ২০২২ পদ্মা সেতু হয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে ২দিনের সফর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তার প্রথম সফর। আজ বেলা এগারটায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধানমন্ত্রীর-এ সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, সোমবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া পৌঁছার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় তিনি পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢেলে সাজানো হচ্ছে টুঙ্গিপাড়া, পুরে শহর ‍জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরকে ঘিরে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে স্হানীয় এলাকাবাসীর মধ্যে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।