Motoc
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। অনেকের নিজস্ব মোটরসাইকেল থাকায় এই বাহনে ফিরেন গ্রামের বাড়ি। এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতে ব্যবহার করা হয় মোটরসাইকেল।
জীবিকার তাগিদে মহাসড়কে মোটরসাইকেল রাইড শেয়ারিং অ্যাপ ও ক্ষেপে ভাড়া মারেন অনেক মানুষ।
ঈদ উপলক্ষে একটি দুঃখ এলো মোটরসাইকেল ব্যবহারকারীদের। ঈদের আগে ও পরে ৭ দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না। এছাড়া মহাসড়কে বন্ধ থাকবে রাইড শেয়ারিং।

 

আরও পডুন : মোটরসাইকেল দূর্ঘটনা কেন এতো বেশি ঘটে?

 

৭ জুলাই থেকে ১৩ জুলাই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এমনটিই জানিয়েছেন বিআরটিএ।
৩ জুলাই রবিবার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন সড়ক পরিবহন সচিব।
এর আগে সড়ক দুর্ঘটনা এড়াতে ও পদ্মাসেতুতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গত ২৭ জুন থেকে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা জারি করে সরকার।
সাধারণ মানুষের মধ্যে অনেক মানুষ সরকারের এই সিদ্ধান্তগুলোকে সাধুবাদ জানিয়েছেন, সাধারণ মানুষ মনে করছেন এতে সড়ক দুর্ঘটনা কমে আসবে।
তবে মোটরসাইকেল ব্যবহারকারীরা এমন সিদ্ধান্তকে ভিত্তিহীন বলে মনে করছেন। তারা জানতে চান ঈদ উপলক্ষে কেন ৭ দিন মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা আনা হলো?
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।