বিশ্বব্যাপি খাদ্য ও জ্বালানি সংকট থেকে নিজেদের রক্ষা এবং প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে এবার যুক্তরাষ্ট্র-ভারত-ইসরায়েল-আরব আমিরাতকে নিয়ে ‘আইটুইউটু’ নামে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা বিষয়ক শক্তিশালী জোট গঠিত হলো।
গতকাল বৃহস্পতিবার রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, ভারত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্র প্রধানরা খাদ্য ও পরিচ্ছন্ন জ্বালানি নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। একইসাথে ইউক্রেনে পরাশক্তির দেশ রাশিয়ার আগ্রাসন নিয়ে উদ্রেক প্রকাশ করা হয়। এই আগ্রাসন বন্ধেও জোট কাজ করবে বলে জানান চার শক্তিধর রাষ্ট্র প্রধানরা।
বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, পানি, জ্বালানি, পরিবহন, মহাকাশ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা খাতে যৌথ বিনিয়োগের পাশাপাশি এসব চ্যালেঞ্জ মোকাবিলাই এই জোটের লক্ষ্য।
এছাড়াও জোটের শরিক দেশগুলো দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন জ্বালানি ও বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবে বলে জানান।
এ জোট গঠনের পরপরই নড়েচড়ে বসেছে রাশিয়া-চিনসহ বিশ্বের বিভিন্ন পরাশক্তির দেশ। রাশিয়ার দাবি, এ জোট অর্থনীতিতে রাশিয়াকে কোণঠাসা করতে গঠন করা হয়েছে। রাশিয়ার এমন দাবি নাকচ করে ভারতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আহমেদ আল-বান্না এই জোটকে ‘ওয়েস্ট এশিয়ান কোয়াড’ হিসেবে অভিহিত করেছেন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।