ctg bonna
চট্টগ্রামে রোববার সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টির নগরীর বিভিন্ন দোকানপাট ও বাসাবাড়ির নিচতলায় পানি উঠছে। চান্দগাঁও থানায়ও পানি উঠছে। রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীতে সর্বোচ্চ ১৬৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া নগরীর চকবাজার, বহদ্দারহাট, বাদুরতলা, ২নং গেট, পূর্বকোণ অফিসের সামনের সড়ক,  চান্দগাঁও আবাসিক এলাকা, হালিশহর, কাগাসগোলা, রহমতগঞ্জ, ওয়াপদা, শান্তিবাগ, আনন্দবাজার এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

 

আরও পড়ুন : বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে মঙ্গলবার সিলেটে যাবেন প্রধানমন্ত্রী

 

এলাকাবাসীরা জানান, রাতে বৃষ্টির সঙ্গে সঙ্গে পানি বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে আমাদের দুর্ভোগ। জলাবদ্ধতা নিরসনে কাজের সুফল কখন পাব আর।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।