রাজধানীর রামপুরার বউবাজার এলাকায় ‘স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে মোসাম্মৎ তামান্না (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন । এ ঘটনায় স্বামী সিদ্দিককে (২৬) আটক করেছে পুলিশ।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গভীর রাতে রামপুরা থেকে অচেতন অবস্থায় এক নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। উদ্ধার করে নিয়ে আসা স্বামী সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তার সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে তামান্না। পরে আমরা তাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যাই।
তিনি বলেন, আমরা বিষয়টি রামপুরা থানাকে জানাই। তারা ঢাকা মেডিকেলে এলে ওই নারীর স্বামী সিদ্দিককে রামপুরা থানায় হস্তান্তর করেছি। বিষয়টি রামপুরা থানা পুলিশ তদন্ত করছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।