ptc

অর্থনীতি: চট্রগ্রাম বন্দরে পণ্য ওঠানামায় যুক্ত হচ্ছে নতুন একটি টার্মিনাল। যেখানে থাকছে পণ্যবাহী জাহাজ ভেড়ানোর তিনটি জেটি। এর মধ্যে একটি খোলা পণ্য এবং বাকি দুটি কনটেইনার পণ্য ওঠানামার জেটি। পাশাপাশি থাকছে তেল খালাসের বিশেষায়িত জেটিও। দীর্ঘ ১৫ বছর পর অর্থাৎ ২০০৭ সালের পর এই প্রথম কোনো জেটি চট্টগ্রাম বন্দরের বহরে যুক্ত হচ্ছে।

আগামী ২১ জুলাই একটি খোলা পণ্যের জাহাজ ভেড়ানোর মাধ্যমে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরীক্ষামূলক চালু হবে। সফল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এই টার্মিনাল।

চট্টগ্রাম বন্দরের মূল জেটি থেকে অনেক দূরে পতেঙ্গা বোট ক্লাব এবং চট্টগ্রাম ড্রাইডকের মাঝখানে ২৬ একর খালি জমিতে কর্ণফুলী নদীর পার ঘিরে এই পিসিটি টার্মিনাল নির্মিত হয়েছে। বন্দরের নিজস্ব অর্থায়নে ২০০৭ সালে এই নির্মাণকাজ শুরু হয়ে বেশ কয়েকবার সময় পেছানোর পর এখন সেটি চালু হচ্ছে।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান জানিয়েছেন, ‘চট্টগ্রাম বন্দরে এখন পণ্য ওঠানামার মোট ১৮টি জেটি আছে; নতুন চারটি জেটি যোগ হলে ২০ শতাংশ বাড়তি পণ্য ওঠানামা করা সম্ভব হবে। আমরা এখন ৪৯ শতাংশ জাহাজ অন-এরাইভাল বার্থিং দিচ্ছি; তখন বহির্নোঙরে জাহাজের অপেক্ষায় সময় আরো কমে যাবে। বেশি জাহাজ জেটিতে ভেড়াতে পারব। আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে খরচ সাশ্রয় হবে; ব্যবসায়ীরা লাভবান হবেন। ’

বন্দর চেয়ারম্যান আরও বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি অপারেটর দিয়ে টার্মিনাল পরিচালিত হলে এই টার্মিনালের গতি বাড়বে; পাঁচ লাখ একক কনটেইনার ওঠানামা সম্ভব হবে। তার আগ পর্যন্ত আমরা তিনটি জেটির দুটিতে ক্রেনযুক্ত কনটেইনার জাহাজ এবং একটি জেটিতে খোলা পণ্যের জাহাজ ভেড়াতে পারব। ’

দেরিতে হলেও পিসিটি চালুর উদ্যোগের প্রশংসা করে সি কম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, ‘এটি ঠিক এই মুহূর্তে বন্দরের জন্য সুফল দেবে। কিন্তু আন্তর্জাতিক দক্ষ অপারেটর দিয়ে পরিচালনা শুরু করতে পারলে দ্রুত সুফল মিলত। আর বন্দরে যে হারে পণ্য ওঠানামার প্রবৃদ্ধি হচ্ছে, সে অনুপাতে তো জেটি তৈরি হয়নি। সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘিরে যে পরিকল্পনা নিয়েছে, তার সুফল পেতে বন্দর সুবিধা প্রথমেই নিশ্চিত করতে হবে। আমরা এত করে বলছি বে টার্মিনাল নির্মাণ শুরু করতে, কিন্তু অগ্রগতি নেই। ’

পিসিটির তিনটি জেটির দৈর্ঘ্য হচ্ছে মোট ৬০০ মিটার। এর বাইরে একটি ডলফিন জেটি আছে, যার দৈর্ঘ্য ২২০ মিটার। ৬০০ মিটার জেটির মধ্যে প্রতিটি জেটি ২০০ মিটার দৈর্ঘ্যের অর্থাৎ প্রতিটি জেটিতে ২০০ মিটার দীর্ঘ জাহাজ ভিড়তে পারবে। বন্দরের মূল জেটিতে এখন সর্বোচ্চ ১৯০ মিটার এবং সাড়ে ৯ মিটার গভীরতার জাহাজ জেটিতে ভিড়তে পারে। আর পিসিটিতে ভিড়বে ১০ মিটার গভীরতার জাহাজ। ফলে মূল জেটির চেয়ে পিসিটি সব দিক থেকেই এগিয়ে আছে।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।