ppryanka 1

বলিউডের পাশাপাশি হলিউডেও বেশ দাপটের সাথে কাজ করে যাচ্ছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। শুধু অভিনয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি এই তারকা। বিভিন্ন মানবিক কাজে নিয়মিত দেখা যায় তাকে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন।

শুধু সোশ্যাল মিডিয়ার পোস্টেই আটকে থাকলেন না প্রিয়াংকা। এবার দেখা করলেন ইউক্রেনের অভিবাসী শিশুদের সঙ্গে। তাদের সঙ্গে গল্প করেছেন, খেলায় মেতেছেন। হাতে তুলে দিয়েছেন পুতুল। শিশুরাও প্রিয়াঙ্কাকে পেয়ে খুব খুশি। সে সময় তাদের তাদের সমস্যার কথা শুনে কেঁদেছেনও প্রিয়াংকা।

সামাজিক মাধ্যমে সেই মুহূর্তগুলোর কিছু ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘যুদ্ধের এই ক্ষতগুলো আমরা হয়তো সংবাদমাধ্যমে দেখি না। আজ ওয়ারশ’তে ইউনিসেফ মিশনে গিয়ে খুব কাছ থেকে দেখে আসলাম।’

প্রিয়াঙ্কা ইউনিসেফের শুভেচ্ছাদূত। সেই কাজেই মূলত তার পোল্যান্ড সফর। এর আগে একইভাবে এই তারকা বাংলাদেশে এসেছিলেন রোহিঙ্গা শিশুদের সঙ্গে দেখা করতে।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।