shihab 1

আন্তর্জাতিক: পায়ে হেটে হজ যাত্রা শুরু করেছেন ভারতের কেরালা রাজ্যের শিহাব চত্তুর নামক একজন মুসলিম যুবক। শিহাবের ইচ্ছা, পায়ে হেঁটে হজ্জ করবেন। কিন্তু তার বাড়ি থেকে মক্কা নগরীরর যে দূরত্ব তাতে পায়ে হেঁটে হজ করা মোটেই সহজসাধ্য নয়। কিন্তু তিনি যে প্রতিজ্ঞা করেই ফেলেছেন। তাই বাড়ি থেকে ৮,৬৪০ কিলোমিটার দূরে মক্কায় পায়ে হেঁটে গিয়েই পবিত্র হজ্জ আদায় করবেন শিহাব।

গত ২ জুন হজ্জযাত্রা শুরু করেন শিহাব। ৪৭তম দিনে তিনি অনেকটা পথ পাড়ি দিয়ে তিনি এখন ভারতের গুজরাটে অবস্থান করছেন। শিহাব আশা করেন ২৮০ দিনে তিনি আট হাজার ৬৪০ কিলোমিটার পথ পায়ে হেটে পাড়ি দিতে সক্ষম হবেন।

তিনি প্রতিদিন ২৫কিলোমিটার করে পথ হাঁটছেন। তার পরিবার, বন্ধুমহলসহ অসংখ্য মানুষ তাকে সমর্থন করছেন। শিহাব তার সাথে নিয়েছেন ১০কেজি ওজনের একটি ব্যাগ। তিনি ভারতের কেরালা থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের পৌঁছাবেন। শিহাবের আশা, ছয় দেশের সীমানা অতিক্রম করে তিনি ২০২৩ সালের হজে অংশগ্রহণ করতে পারবেন।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।