police 1

সারাদেশ: বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে পদায়ন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই ২০২২) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, পুলিশ সদর দপ্তরের ডিআইজি খন্দকার লুৎফুল কবিরকে পুলিশ সদর দপ্তরের প্রশাসন, মো. তওফিক মাহমুদ চৌধুরীকে পুলিশ সদর দপ্তরের লজিস্টিক বিভাগে, মো. আমিনুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের অডিট অ্যান্ড ইন্সপেকশন বিভাগে, মো. মাহবুবুর রহমান ভূঁইয়াকে পুলিশ সদর দপ্তরের ফিন্যান্স বিভাগে, মো. রুহুল আমিনকে পুলিশ সদর দপ্তরের ডেভেলপমেন্ট বিভাগে, কাজী জিয়া উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের হিউম্যান রিসোর্স বিভাগে এবং এস. এম মোস্তাক আহমেদ খানকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

পদায়নকৃত কর্মকর্তাগণের তালিকা দেখতে ক্লিক করুন-

এর আগে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩৯ জন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি/পদায়ন করা হয়। বুধবার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তিনটি প্রজ্ঞাপনে পর্যায়ক্রমে ২৩ জন, ২৫ জন ও ৯১ জন কর্মকর্তার বদলির আদেশ দেওয়া হয়।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।