oc 2
মিথ্যা পরিচয় দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে ভিডিও ভাইরাল হওয়া সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ জুলাই) ভোরে শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ডাকাতির মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা যায়, মদ্যপ অবস্থায় অর্ধনগ্ন হয়ে গানের তালে তালে নাচ করছেন ডাকাত সর্দার শাহ আলম। হাতে একটি লাঠি। তার পেছনে দুহাত জোর করে বাঁচার আকুতি করছেন এক যুবক। শাহ আলম একবার নাচের তালে ভুক্তভোগীকে লাঠি দিয়ে পেটাচ্ছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই ডাকাতের দ্বন্দ্বে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। তার আগেই শাহ আলমকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে গ্রেফতার করা হয়। ভোরে তাকে গ্রেফতার করে দুপুর ১২টার দিকে আদালতে পাঠানো হয়। নির্যাতিত যুবক ডাকাত সাদ্দামের সহযোগী। লেনদেন নিয়ে দ্বন্দ্বে তাকে পেটানো হয়।
শাহ আলম সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মজিবরের সোর্স হিসেবে পরিচিত। কিন্তু এমন দাবি অস্বীকার করেন ওসি হাফিজুর। তিনি বলেন, শাহ আলমের সাথে পুলিশের কোনো সম্পর্ক নেই। পুলিশের নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ আদায়, ডাকাতি ও মাদক ব্যবসা করতো। সে মূলত একজন ডাকাত।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।