weather

আবহাওয়া: ঢাকাসহ সারাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ থাকবে আরও দুই দিন। আগামী সোমবার (১৮ জুলাই) এর পর কমতে পারে তাপমাত্রা এবং বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন শুক্রবার (১৫ জুলাই) দুপুরে জানান, চলমান ভ্যাপসা গরম পরিস্থিতি আরও দু’দিন চলতে পারে। এই দু’দিন সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলমান তাপদাহ আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তিনি জানান, ঢাকা, টাঙ্গাইল, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ কারণে এসব অঞ্চলে যে গরম অনুভূত হচ্ছে, তা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।