rab 7

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে ৩ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৩৫০ গ্রাম আফিমসহ কাকন মল্লিক (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। এ সময় তার কাছ থেকে সাড়ে তিন লিটার চোলাই মদও উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, রবিবার (৩১ জুলাই) রাত পৌনে ১টায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাকন মল্লিক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব পুঁইছড়ির মন্টু মল্লিকের ছেলে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, বাসযোগে মাদক ব্যবসায়ী আফিম ও চোলাই মদসহ বান্দরবান থেকে চট্টগ্রামের দিকে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাত পৌনে ১টার দিকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় একটি বাস থেকে কাকন মল্লিককে আটক করা হয়। এ সময় একটি সাদা রঙের পলিথিনের ভেতর থেকে সাড়ে তিন লিটার চোলাই মদ এবং একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে শসার মধ্যে লাল স্কচটেপে মোড়ানো আঠালো ও খয়েরি রঙের ৩ কেজি ৩৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।