images 14 20
আজ ২৫ জুলাই চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি স্মরণীয় দিন৷ ১৯৭৮ সালের আজকের দিনে জন্ম নিয়েছিল ইতিহাসের প্রথম আইভিএফ শিশু লুইস ব্রাউন৷
লুইসের বাবা জন ব্রাউন ও মা লেসলি ব্রাউন নয় বছর চেষ্টা করেও প্রাকৃতিক নিষেকে সফল হননি৷ পরবর্তীতে ইংল্যান্ডের ল্যাংকাশায়ারের ওল্ডহাম সদর হাসপাতালের তিন চিকিৎসক প্যাট্রিক স্টেপ্টক, রবার্ট এডওয়ার্ডস ও জিন পার্ডি পরীক্ষামূলক ভাবে প্রথমবার কৃত্রিম নিষেক ঘটানোর সিদ্ধান্ত নেন৷ লুইসের বাবা ও মায়ের কাছ থেকে ডিম্বাণু ও শুক্রাণুর নমুনা সংগ্রহ করে এ পরীক্ষা করা হয়৷ নিষেক সফল হলে ভ্রূণ মায়ের পেটে স্থাপন করা হয়৷ এরপর আজ থেকে ৪৪ বছর আগে সফলভাবে জন্মগ্রহণ করে লুইস ব্রাউন নামক কন্যা শিশু৷
লুইস ব্রাউনকে প্রথম টেস্টটিউব বেবি বলা হলেও লুইসের ভ্রূণ তৈরি হয়েছিল পেট্রি ডিশ নামক পাত্রে৷ প্রথম টেস্টটিউব বেবি হলো লুইসের ছোট বোন নাটালিয়া ব্রাউন৷ In vitro Fertilization বা আইভিএফ পদ্ধতির উদ্ভাবন প্রাকৃতিক ভাবে অক্ষম দম্পতিদেরও সন্তান সুখ দানের উপায় এনে দিয়েছে৷ তবে আইভিএফ পদ্ধতির সফলতার হার বেশি নয় এবং ঝুঁকিও আছে তাই ইচ্ছা হলেই আইভিএফ করানো যাবে না৷ চিকিৎসকের পরামর্শ মতো কাজ করতে হবে৷ আর সব অক্ষম দম্পতির ক্ষেত্রে এ পদ্ধতি কাজ নাও করতে পারে৷
প্রসঙ্গত, ২০০১ সালে বাংলাদেশে প্রথমবার আইভিএফ পদ্ধতি ব্যবহার করা হয়৷ সফল এ প্রচেষ্টায় বাংলাদেশের প্রথম আইভিএফ বেবি হিসেবে হীরা, মণি ও মুক্তা নামক তিন কন্যা শিশুর জন্ম হয়।
সূত্র: সায়েন্স বি
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।