Fair Service 1
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার মো. মাইন উদ্দিন সাংবাদিকদের তথ্য জানিয়েছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে ঘটনায় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের । এখনো নিখোঁজ রয়েছেন আরও দুই কর্মী। আহত কর্মীদের সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫ জুন রোববার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘শনিবার রাত ১১টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার ফাইটাররাও হতাহত হয়েছেন।
ব্রিগেডিয়ার মো. মাইন উদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৫ জন নিহতের তথ্য পেয়েছি। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কেউ মারা যেতে পারেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Fair Service 3

আরও পড়ুন : কনটেইনার ডিপোতে বিস্ফোরণ : বাড়ছে আহত ও নিহতের সংখ্যা, মেডিক্যালে স্বজনদের আহাজারি
এদিকে, বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে ভয়াবহ আগুনে  সবশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাপসাতাল সূত্র জানায় ২৮ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও চার শতাধিক। হতাহতদের মধ্যে ডিপোর শ্রমিক, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন।

আরও পড়ুন : কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী
অন্যদিকে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন প্রতিবেদনটি লেখা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। সেখানে একের পর এক কনটেইনার বিস্ফোরণ হচ্ছে। দাউদাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। নিরাপদ দূরত্বে থেকে আগুন নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। বর্তমানে কাজ করছেন চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীর মোট ২৫টি ইউনিটের কর্মীরা।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।