SHAWAN MAHMUD
দেশের আলোচিত কলামিস্ট ‘শাওন মাহমুদ’ তার ফেসবুক আইডি একটি পোস্ট দিয়েছেন পত্রিকার লেখার মতোই তার সেই ফেসবুক পোস্টও আলোচনার জন্ম দিয়েছে। শাওন মাহমুদ তার ফেসবুক পোস্টে লেখেন : একটি সাধারণ জিজ্ঞাসা – জল দিয়ে কি কেমিকেলের আগুন নেভানো যায়?
নিলিমা তানজিন নামের একজন তার পোস্টের কমেন্টে লেখেন ‘সব ক্যামিকেলের জন্য পানি উপকারি নয়। ক্ষেত্রবিশেষে কাজে দেয় কিন্তু পানির H2O যেসব রাসায়নিকের সাথে বিক্রিয়াতে অংশ নেয় সেই সব রাসায়নিকের ক্ষেত্রে বরং ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়।’
মালিহা তাবাস্সুম নামের একজন কমেন্টে লেখেন ‘পানি দিয়ে এখন আশেপাশে ঠান্ডা রাখা হচ্ছে, এটা সঠিক। কিন্তু ট্যাক্স ফাকি দিতে যে তথ্য লুকায় এটা আরো বেশী ক্ষতিক ‘।
ইভন তুহিন নামের একজন লেখেন, কাল যা হইছে সেটা হত্যা ছাড়া আর কিছুই না।সাধারণ আগুন বলে যেভাবে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীদের মৃত্যুমুখে ঠেলে দেয়া হয়েছে সেটা নিয়ে কি বলবো ভাষা খুঁজে পাইনা।

শাওন মাহমুদ তার আরও একটি ফেসবুক পোস্টে লেখেন, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সাথে তাদের মেডিকেল কোর পাঠানো হোক। সাথে আইসিইউ এক্সপার্ট সরকারি চিকিৎসকদেরকেও পাঠানো হোক। নাহলে গুরুতর আহতদের হেলিকপ্টারে ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে আসা হোক। সবার পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হলো।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।