MTM
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন।
এ ঘটনায় শোক প্রকাশ করে হতাহতদের পাশে থাকতে স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

আরও পড়ুন : কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী

মাশরাফী বিন মোর্ত্তজা তার ফেসবুক পেইজে লেখেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি রইল সমমর্মিতা।
আমি চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষদের অনুরোধ করি যেন হতাহতদের সাহায্যে এগিয়ে আসে। শুনেছি প্রচুর রক্তের প্রয়োজন। সবাই এগিয়ে আসুন। আপনার একটু সহযোগিতা, এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ, হাসি ফোটাতে পারে একটি পরিবারকে। সকলে প্রার্থনা করি।

তামিম ইকবাল তার ফেসবুকে লেখেন, চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের সকলকে অনুরোধ করবো চট্টগ্রাম মেডিকেলে অবস্থান করার জন্য। সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা অনেক, প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হচ্ছে। দয়া করে যে যেখানে আছেন সাধ্যের মধ্যে থাকলে এক্ষুনি ছুটে যান, আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। আপনার পরিচিত রক্তযোদ্ধা বন্ধুদেরও আসার জন্য অনুরোধ করুন। মানুষ মানুষের জন্য।
মুশফিকুর রহিম তার ফেসবুকে লেখেন,  চিটাগাং এর খবর শুনে খুব খারাপ লাগছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা করছি। শক্ত থাকুন সীতাকুণ্ড। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।