School
নিজেদের সাহসিকতা ও মেধা দিয়ে এগিয়ে চলছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের দেড় শতাধিক ছাত্রী। প্রতিদিন তারা স্কুলে যাতায়াত করে বাইসাইকেল চালিয়ে। এলাকারবাসীরা জানান, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের লেখাপড়ার ভালো হওয়ায় দূরের বিভিন্ন গ্রাম থেকে মেয়েরা এখানে এসে ভর্তি হচ্ছে। বিদ্যালয়ের অর্ধেক শিক্ষার্থী ১০-১২ কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুলে যাতায়াত করে। গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা হওয়ায় বৃষ্টি হলে অটো বা রিকশা পাওয়া যায় না। আবার পাওয়া গেলেও ভাড়া বেশি নেয়।
dinajpur school
প্রধান শিক্ষক মাহাতাব সরকার বলেন, সময় ও অর্থ বাঁচাতে বিদ্যালয়ের পক্ষ থেকে মেয়েদের সাইকেল চালিয়ে যাতায়াতের জন্য উৎসাহ দেওয়া হয়। এখন অভিভাবকরা নিজের ইচ্ছায় মেয়েদের বাইসাইকেল কিনে দিচ্ছেন। আগে ছেলেরা সাইকেল চালিয়ে স্কুলে এলেও মেয়েদের ভ্যানে কিংবা হেঁটে আসা-যাওয়া করতে হতো। দুর্ভোগের কথা চিন্তা করে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রয়াসে সাইকেল কিনে দেওয়া হয়।

 

আরও পড়ুন : চরাঞ্চলের ৬ হাজার মানুষ পেল বিনা মূল্যে চিকিৎসা সেবা    

 

তিনি আরও বলেন, চার বছর আগে হাতে গোনা কয়েকজন ছাত্রী সাইকেল নিয়ে স্কুলে যাতায়াত শুরু করে। বর্তমানে দেড় শতাধিক ছাত্রী নিয়মিত সাইকেলে স্কুলে যাতায়াত করে। বিদ্যালয়ে পড়াশোনা ভালো হওয়ায় ফলাফলও ভালো। বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতনকে পরোয়া না করে এগিয়ে চলছে মেয়েরা। তারা নিরাপদে যাতায়াত করুক, এগিয়ে যাক আরও সামনে স্বপ্নের কাছে এই প্রত্যাশা।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।