IMG 20220716 142619
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাঁইয়া গোলমাল’। চট্টগ্রামের নানা কৃষ্টি-সংস্কৃতি, কালচার ও জীবন যাপনের চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে একইসাথে কিছু ব্যাড কালচারের বিরুদ্ধে করা হয়েছে প্রতিবাদ। চট্টগ্রাম শহরের বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে।
দীর্ঘদিনের পরিকল্পনার নির্মিত এই বিশেষ নাটকের গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন প্রযোজক আকবর হায়দার মুন্না। স্ক্রীপ্ট তৈরি করেছেন মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা করেছেন রুবেল হাসান।
মোশনরক এন্টারটেইনমেন্টের তত্বাবধায়নে নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, তানভীর, নাবিলা, চিত্রলেখ গুহ, মুকিত জাকারিয়া, আমিন আজাদ, হিন্দোল রায়, আসিফ আহমেদ শোভন, সামা ইসলাম, রনি সহ আরও অনেকে।
নাটকটির ভাবনা ও পরিকল্পনা ও প্রয়োজনায় থাকা ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এর কর্ণধার আকবর হায়দার মুন্না জানান, ‘নাটকে আমরা চট্টগ্রামের রীতি নীতির বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। তবে অবশ্যই কাউকে হেয় করে নয়। নাটকের সংলাপগুলো খুব মজার।
ইতিমধ্যে নাটকটি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করার পরপরই দর্শক এবং বিভিন্ন মহল থেকে প্রশংসায় ভাসছে নাটকের সাথে সংশ্লিষ্ট সবাই।
নাটকের সাথে সংশ্লিষ্ট কলাকৌশলীসহ সকলে আশাবাদী নাটকটি উপভোগের পাশাপাশি দর্শকদের চট্টগ্রামের ভাষা-সংস্কৃতি ও কৃষ্টি-কালচারের সাথে সংযোগ ঘটাবে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।