oc itna
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলাটি বাংলাদেশের বৃহত্তম উপজেলা গুলোর মধ্যে একটি। ইটনা থানায় বিট পুলিশিং চালু হবার পর বদলে গেছে ইটনা থানার চিত্র। কমেছে সংঘটিত অপরাধের সংখ্যা। বিট পুলিশ কর্মকর্তাদের পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়েছে।
ইটনা থানায় পরিচালিত বিট পুলিশিং সেবা ও মানবতার পুলিশ সম্পর্কে বলতে গিয়ে প্রশংসা করে ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুর্শেদ জামান (বিপিএম) বলেন, একটা সময় ছিল যখন একটা অপরাধের সংবাদ পেতেই তিন দিন কেটে গেছে। এমন পরিস্থিতি এখন আর নেই। বিট পুলিশিং কার্যক্রম জোরালোভাবে বাস্তবায়নের ফলে এখন যেকোন সংবাদ পেতে দেরি হয় না। এখন সকল সংবাদ এবং তথ্য ইটনা থানা পুলিশের নখদর্পণে থাকে। বিট পুলিশিং কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের ফলে যেকোন অপরাধ ঘটার সাথে সাথে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
অতীতের পুলিশিং সেবা ও বর্তমানের পুলিশিং সেবার মধ্যে পার্থক্য তুলে ধরে ওসি মোহাম্মদ মুর্শেদ জামান (বিপিএম) বলেন, তিনি যখন পুলিশে যোগদান করেন তখন যে পুলিশ দেখেছেন আর এখন যে পুলিশ দেখছেন তার মাঝে অনেক পার্থক্য রয়েছে। এখন সকল পুলিশ সদস্যদের মধ্যে মানবিক পুলিশ হওয়ার একটা মানসিকতা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ইটনা থানায় অপমৃত্যুর সংখ্যা তুলনামূলক বেশি। অপমৃত্যুর কারণ হিসেবে তিনি বলেন, বর্ষাকালে বিশেষ করে বাড়ির বাইরে সবখানে পানি থাকে। বাচ্চারা পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা এখানে বেশি ঘটে। এছাড়াও বজ্রপাতে মৃত্যুর ঘটনাও এখানে ঘটে থাকে।
ইটনা থানা অঞ্চলের উন্নয়নে মহামান্য রাষ্ট্রপতির অবদানের কথা উল্লেখ করে ওসি বলেন, ইটনা- মিঠামইন- অষ্টগ্রাম সাব মার্সিবল রাস্তা দেশের মধ্যে একটি অনন্য উদাহরণ এবং একটি বিস্ময়কর রোড। নান্দনিক সৌন্দর্যের একটি যায়গা এটি। বর্ষার সময় দুই পাশে পানি আর শুকনার সময় দুই পাশে অবারিত ফসলের মাঠ এই রাস্তাকে দিয়েছে অনন্য সৌন্দর্য। যা সকল ভ্রমণ পিপাসুকে আকর্ষণ করে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।