khuter jalani
প্রত্যান্তগ্রামে দেখা মিলে ৭০ বছর বয়সী এক নারীর, সকালে হলেই তিনি বেরিয়ে পরেন ঘুটের জ্বালানি সংগ্রহের কাজে। শহরে রান্নায় জ্বালানি হিসেবে বিভিন্ন কিছু ব্যবহার করলেও গ্রামের ওই নারী রান্নায় জ্বালানি হিসেবে ব্যবহার করেন গরুর গোবর।
পজিটিভ থিংক কথা বলে ওই নারীর সাথে। পজিটিভ থিংকের ক্যামেরায় ওই নারী বলেন, এগুলো কুড়িয়ে নিয়ে রান্না করবো। প্রথমে গোবরগুলো জমাট করে মাটিতে লেপে শুকাতে দেওয়া হয়। গ্রামের দুরন্ত মেঠো পথেপথে গোবর সংগ্রহ করা ওই নারী বলেন, সকালে ঘুম থেকে উঠে নামাজ শেষ করে বের হই, গোবর সংহগ্র করতে।

 

আরও পড়ুন : ময়লাওয়ালা নয়, পরিস্কারওয়ালা

 

পজিটিভ থিংকের ক্যামেরায় দেখান এই জ্বালানি তৈরির কৌশল, খড় ও গোবরের সংমিশ্রনে বানানো এই জ্বালানি তৈরি হতে সময় লাগে এক সপ্তাহ পরে ব্যবহার করা হয় রান্নার কাজে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।