FB IMG 1657953062834
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকান্ড নিয়ে বাংলাদেশ পুলিশের নির্মিত নাটক ‘অভিশপ্ত আগষ্ট’ মঞ্চায়িত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় নির্মিত ‘অভিশপ্ত আগস্ট’ উক্ত নাটকটি মঞ্চায়িত হয়েছে।
মূলত নাটকটিতে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেষ সময়গুলো ও পনের আগষ্টের কারো রাতে তাকে সপরিবারে নৃশংসভাবে হত্যাকান্ডের উপর সচিত্র তুলে ধরা হয়।
নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাজহারুল ইসলাম, অ্যাডিশনাল আইজিপি, এইচআরএম, পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ।
ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)- এর তথ্য, সংকলন ও গবেষণায় এবং পুলিশ পরিদর্শক জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায় নির্মিত ‘অভিশপ্ত আগস্ট’ নাটকটির বিভিন্ন চরিত্রে বাংলাদেশ পুলিশের সদস্যরা অভিনয় করেছেন।
সন্ধ্যায় মঞ্চায়িত হওয়া নাটকটি প্রায় দেড় শতাধিকের বেশি মানুষ বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে উপভোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।