rauyan abdullah
আন্তর্জাতিক মিডিয়ায় এলো বাংলাদেশের রাইয়ানের ভিডিও প্রতিবেদন, উল্লেখ করা হলো মিনি মেসি হিসেবে। রাইয়ানের বাবা মোহাম্মদ ইউসুফ রাইয়ানের শৈশবের শুরু থেকেই আঁচ করতে পেরেছিলেন ছেলের ফুটবলের প্রতি দারুণ ঝোঁক। মেসির মতো খেলার কৌশল দেখে রাইয়ানকে গড়ে তুলেছেন মেসির মত করে। রাইয়ানের পছন্দ এবং আইডল ফুটবল বিশ্বের মহা-তারকা নিওনাল মেসি।
ইতোমধ্যে দেশজুড়ে সবার কাছেই ‘মিনি মেসি’ নামে খ্যাতি পায় রাইয়ান। ফুটবল জাদুতে শৈশবেই মুগ্ধতা ছড়ানো রাইয়ান এবার দেশের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিলেন আন্তর্জাতিক মিডিয়ায়।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে যুক্তরাষ্ট্রভিত্তিক ফুটবলের পেজ ‘ওহ মাই গোল’-এ জায়গা করে নিলেন রাইয়ান আব্দুল্লাহ। ১৭ মিলিয়ন ফলোয়ারের ওই পেজে ১১ জুন শনিবার ‘মিনি মেসি’ খ্যাত রাইয়ানকে নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে।

 

আরও পড়ুন : পদ্মার এক্সপ্রেসওয়ে দেখিয়ে তিন বোনের ইচ্ছে পূরণ করলেন ভ্যান চালক বাবা

 

প্রতি সপ্তাহে নতুন প্রতিভাবানকে পরিচয় করিয়ে দেওয়া ‘ওহ মাই গোল’ এই সপ্তাহের জন্য বেছে নেয় বাংলাদেশের এই অনন্য প্রতিভাবান রাইয়ান আব্দুল্লাহকে। যেখানে ভিডিও প্রতিবেদনের ক্যাপশনে ওহ মাই গোল রাইয়ানকে নিয়ে লেখে, ‘রাইয়ান, যে কি না পরবর্তী মেসি হওয়ার স্বপ্ন দেখে’।
রায়ানের বাবা জানান, ওহ মাই গোল রাইয়ানকে নিয়ে একটি প্রতিবেদন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করে। আমরা রাইয়ানের ভিডিও এবং তথ্য দিয়ে সাহায্য করি। আন্তর্জাতিক মিডিয়ায় ‘পরবর্তী মেসি’ হিসেবে তারা প্রতিবেদনটি প্রকাশ করেছে।
আমরা রাইয়ানকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে এখন নিয়মিত অনুশীলন করছে। ঢাকায় অবস্থিত ফর্টিস স্পোর্টস গ্রাউন্ডে সপ্তাহে চারদিন করে অনুশীলন চালিয়ে যাচ্ছে। রাইয়ানের স্বপ্ন মেসির মতো বড় ফুটবলার হওয়ার।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।