Dream Of Padma
১৮ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫ জুন চালু হচ্ছে। প্রতিদিনই  বিভিন্ন এলাকার মানুষ পদ্মার এক্সপ্রেসওয়ে দেখতে আসেন। সেই খবর পৌঁছায় ভাঙ্গা উপজেলার হামেরদী গ্রামে সামাদ বেপারীর ছোট্ট ঘরে।
সামাদ বেপারী জীবিকা নির্বাহ করেন ভ্যান চালিয়ে, সংসারে স্ত্রীসহ আছে তিন মেয়ে, বাবা সামাদ বেপারীর মুখে প্রতিদিন শোনে এক্সপ্রেসওয়ের কথা। বাবার কথা শুনে বায়না ধরে দেখতে আসার। বাবার ভ্যান গাড়িতে চড়ে অবশেষে ভাঙ্গা গোল চত্বর (ইন্টারচেজে) ঘুরতে আসে তিন বোন।

 

আরও পড়ুন দুঃসাহসিক পথচলা, প্রত্যন্ত গ্রাম থেকে সাইকেল চালিয়ে স্কুল যায় দেড় শতাধিক ছাত্রী

 

সামাদ বেপারী বলেন, মেয়েরা অনেক দিন ধরে আবদার করে আসছিল ভাঙার গোল চত্বর দেখবে। আমি গরীব মানুষ, ভ্যান চালিয়ে জীবন চলাই। আজ ছোট মেয়েটাও বলেছে বাবা আমিও যাব। তাই আজ আর ভাড়া নিয়ে বের হয়নি, ওদের নিয়ে ঘুরতে এসেছি। মেয়েদের আনন্দ দেখে আমার বুকটা ভোরে গেছে, পৃথিবীর সব সুখ যেন ওরা পেয়েছে মনে হচ্ছে। দোয়া করি শেখের বেটির জন্য। যে আমাগো (আমাদের) দেশে এত সুন্দর রাস্তা তৈরি করেছে। আগে তেমন একটা ভাড়া পেতাম না এখন অনেক মানুষ এখানে ঘুরতে আসে। আমার ভ্যান নিয়ে এক্সপ্রেসওয়ে ঘুরে দেখে। যার কারণে ভালো টাকা আয় হয়। সংসারও ভালো চলছে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।