Ashfak Nipun
এক রাতের ঘটনা অবলম্বনে নির্মাণ মহানগর। আশফাক নিপুনের পরিচালনায় ধারাবাহিক এই ওয়েব প্রকাশ পায় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈতে । মহানগরে অভিনয় করেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, খায়রুল বাশার, শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, মোস্তাফিজুর নূর ইমরান, নাসির উদ্দিন খান, শাহেদ আলী। ২০২১ সালের ২৫ জুন ভারত ও বাংলাদেশে মুক্তি পায় ৮টি পর্ব।

মহানগর ওয়েব সিরিজের জন্য আশফাক নিপুন পায় চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওয়েব সিরিজটির প্রশংসা করে পুরস্কার তুলে দেন।

পুরস্কার পাওয়ার পর নির্মাতা আশফাক নিপুন পজিটিভ থিংকের ক্যামরোয় বলেন, এটা একরাতের গল্প। যদি এর পেছনের গল্প বলতে হয় তাহলে কয়েক রাত চলে যাবে। একটি সাহসী প্রচেষ্টা ছিল আমার তরফ থেকে কারণ এটা আমার প্রথম ওয়েব সিরিজ ছিল। সচারাচার একটা ওয়েব সিরিজে দেখা যায় অনেক বড় পরিসরে গল্প বলতে হয় । এক রাতের মধ্যে একটা গল্পকে ৮টা পর্বে ভাগ করে করা যেটা আমরা খুব বেশি সিনেমাতেও দেখি না । এটা আমার জন্য বড় রকম চ্যালেঞ্জ ছিল, আমার প্রথম ওয়েব সিরিজ হিসেবে। সেই হিসেবে এই অ্যাওয়ার্ডের প্রাপ্তিটা আমি উৎরাতে পেরেছি।
মহানগর যেই সাবজেক্ট এর গল্প যেই টপিক এর গল্প যেই রিস্কি গল্প যেই পলিটিক্যাল গল্প আমি এই গল্পটা বলতে পারতাম না (দেখাতে) যদি দেশের মানুষের সহযোগিতা না পেতাম। আমি তো স্যোসাল মিডিয়ায় অনেক বেশি সোচ্চার এসব ব্যাপারে আমি জানি মানুষজন আসলে পরিবতর্ন চায়। মানুষ নতুন নতুন সাহসী জিনিস দেখতে চায়। তখন মনে হলো যদি সাহসী গল্প বলা যায় মানুষ গ্রহণ করবে। সেটার প্রমাণ আমি পেয়েছি, মহানগর মানুষ যেভাবে গ্রহণ করেছে। আমার আরেকটা ওয়েব সিরিজ সাবরিনা । বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গার, বিভিন্ন পেশার অনেক রকম সাবরিনা আছে এটা হলো সেই সাবরিনাদের গল্প। এখনকার সময়ে নারীদের গল্প।

 

আরও পড়ুন : যেখানে ভালো কাজ থাকবে সেখানে আমাকে খুঁজে পাওয়া যাবে : তাসনিয়া ফারিণ

যেসব তরুণরা চলচ্চিত্র নির্মাণে আসতে চায়, তাদের উদ্দেশ্যে কী বলার আছে। আশফাক নিপুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তরুণরা যারা চলচ্চিত্র নির্মাণে আসতে চায় তাদের জন্য আমার একটিই পরামর্শ, নিয়ত যদি সৎ থাকে প্রথম দিকে যদি একটু কষ্টও হয় কোনো না কোনো সময়ে সেটা উৎরে যাবে।
এই নির্মাতা আরও বলেন, ফিকশন হলো আমার জন্মের জায়গা আর ওয়েব সিরিজ আমার খেলার জায়গা। একটা শিশু যখন বাসার ড্রেয়েং রুম থেকে যখন খেলার মাঠে চলে যায় তখন বাসা আর ভাল্লাগে না তেমনি আমি। টেলিভশনে কাজ কখনও বন্ধ হবে না। তবে আপাতত আমি ওয়েব সিরিজ নিয়ে কাজ চালিয়ে যেতে চাই।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।