Tasnia Farin
মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস এন্ড জেন্টলম্যান। প্রযোজনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এছাড়া আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আফজাল হোসেন, জয়ন্ত চ্যাটার্জী, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, মুকিত জাকারিয়া, ইরেশ যাকের, মারিয়া নূর, মোস্তফা মনোয়ার, শরাফ আহমেদ জীবন এবং চঞ্চল চৌধুরী প্রমুখ!।
ওয়েব ফিল্ম লেডিস এন্ড জেন্টেলম্যানে সাবিলা চরিত্রে দেখা যায় তাসনিয়া ফারিণকে। বৈষম্যের শিকার এক নারীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী, সাবিলা চরিত্রে অভিনয় করে পেয়েছেন চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড।

পুরস্কার পেয়ে পজিটিভ থিংকের ক্যামেরায় অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানিয়েছেন অভিনয় নিয়ে তার ওঠে আসা, সাফল্য ও সম্ভাবনা। তাসনিয়া ফারিণ বলেন, খুব অল্প সময় ধরে ডিজিটাল প্লাটর্পমের জন্য কাজ করছি, প্রথম বছরে কাজ করেই এত পুরস্কার পাবো ভাবতে পারিনি। আমার খুব ভালো লাগছে। সাবিলা চরিত্রে অভিনয় করা একটি লম্বা যাত্রা ছিল। প্রায় তিন মাসের যাত্রা। এটার জন্য কাজ করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। অনেক কিছু জেনে বুঝে শিখে এই চরিত্রে অভিনয় করেছি।

 

আরও পড়ুন : ওয়েব ফিল্মে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি : খায়রুল বাসার

 

আমি কোনো প্রতিযোগিতা থেকে আসা না, আগে কোনো প্লাটফর্মে ছিলাম না, আমার পরিবারের কেউ মিডিয়ার না। মিডিয়াতে আমার কেউ পরিচিত ছিল না, এই রকম একটা মানুষ হয়ে কাজ করছি। নির্মাতারা আমার উপর ভরসা রাখছে। যদি চেষ্টা থাকে, পরিশ্রম থাকে। নিজের মধ্যে প্রতিভা থাকে, কেউ চিনে ফেলতে পারে, এবং সে কাজ করতে পারবে এবং অনেক ভালো করতে পারবে।
তাসনিয়া ফারিণ আরও বলেন, আমার বেশ ভালো ভালো কাজ আসছে, আশাকরি র্দশক ভালো কিছু পাবে। আমি কোনো নির্দিষ্ট প্লার্টমের জন্য কাজ করি না । আমি এটা বলতে চাই যেখানে ভালো কাজ থাকবে সেখানে তাসনিয়া ফারিণকে খুঁজে পাওয়া যাবে।
নিজেকে নিয়ে তাসনিয়া ফারিণের প্রত্যাশা কি জানতে চাইলে বলেন, আরও যেন ভালো কাজ উপহার দেয়, কাজে যেন আরও মনযোগী হয়। আরও যেন শেখে, কারণ শেখার কোনো শেষ নেই। আরও বড় জায়গায় যেন তাসনিয়া ফারিণ নিজেকে নিয়ে যেতে পারে।
অভিনেত্রী তাসনিয়া ফারিণ ১০ জানুয়ারি ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালে আমরা আবার ফিরবো কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে অভিনয় শুরু করেন এই অভিনেত্রী। ২০১৮ সালে বিকাশের একটি বিজ্ঞাপনে দেখা যায় ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার সাথে। একই বছর আফরান নিশোর বিপরীতে অভিনয় করা ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি ফারিণকে বেশ পরিচিতি এনে দেয়। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর অভিনয় করেছেন অসংখ্য টিভি নাটকে, ওয়েব ফিল্মে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।