Baraigram jpg

রাজধানী ঢাকা থেকে ১৭৫ কি.মি. পশ্চিমে অবস্থিত এলোমেলো ত্রিকোণ আকৃতির মানচিত্র বিশিষ্ট ২৯৯.৬১ বর্গ কিলোমিটার আয়তন এলাকাটি নাটোরের বড়াইগ্রাম। রাজশাহী জেলার সন্নিকটে অবস্থিত নাটোর জেলার তৃতীয় বৃহত্তম বড়াইগ্রাম উপজেলাটি একটি কৃষি প্রধান জনপদ।

বড়াইগ্রাম ৭টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় বিভক্ত। ইউনিয়নগুলো হলো যথাক্রমে জোয়াড়ী ইউনিয়ন, বড়াইগ্রাম ইউনিয়ন, জোনাইল ইউনিয়ন, নগর ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, চান্দাই ইউনিয়ন, এবং মাঝগাঁও ইউনিয়ন।

বড়াইগ্রাম উপজেলার মোট গ্রামের সংখ্যা প্রায় ১৯০টি এবং মৌজার সংখ্যা ১৫৩টি। রয়েছে একটি থানা যা সৃষ্ট হয়েছিলো আজ থেকে দেড়শত বছর আগে তথা ১৯৬৯ সালে। তবে আরেকটি তথ্যসুত্রে এর নির্মাণকাল ধরা হয় ১৯০৫ সালে। পরে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে ১৯৮৩ সালে বড়াইগ্রাম থানাকে উপজেলায় রুপান্তর করা হয় এবং ৯টি আঞ্চলিক প্রশাসনে ভাগ করা হয়। পরে ২০০০ সালের শেষ দিন তথা ৩১ ডিসেম্বর বড়াইগ্রামের বনপাড়াকে পৌরসভা হিসেবে ঘোষনা করা হয়। বনপাড়া পৌরসভা ১২ টি ওয়ার্ড নিয়ে গঠিত। এর আয়তন ১১.৪৩ বর্গ কি.মি. এবং জনসংখ্যা প্রায় ৩৫ হাজার।

ইতিহাস থেকে জানা যায় ১৯২০ সালের শেষের দিকে ভাওয়াল অঞ্চলের ক্যাথলিক খ্রীষ্টান মিশনারীরা বন-জঙ্গল সাফ করে মনুষ্য বসতি স্থাপন করে। প্রচুর পরিমান বন-জঙ্গল থাকার কারণে এর নাম রাখা হয় বনপাড়া। প্রথম দিকে শুধু খ্রীষ্টধর্মাবলম্বীরা এই এলাকায় বাস শুরু করলেও আস্তে আস্তে অন্য ধর্মাবলম্বীরাও এখানে আসতে থাকে। মানুষের বসতি বাড়ার সাথে সাথে এখানে একটি বাজার প্রতিষ্ঠিত হয়। এবং ১৯৬৩ সালে সাধু যোসেফ উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

বড়াইগ্রাম উপজেলার দ্বিতীয় প্রতিষ্ঠিত পৌরসভাটি হলো বড়াইগ্রাম পৌরসভা। যা ২০০৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এটি ‘খ’ শ্রেণির একটি পৌরসভা। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত বড়াইগ্রাম পৌরসভার আয়তন ১১.৮৪ বর্গকিমি। এবং বাস করে প্রায় ২৫হাজার মানুষ।

 

 

বড়াইগ্রাম থানা ভবন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অবস্থান এ পৌরসভা সীমানাতেই। আর উপজেলা কার্যালয়সহ সরকারি অন্যান্য দাপ্তরিক অফিস সমুহের অবস্থান বনপাড়া পৌর সীমানা কেন্দ্রিক।

বড়াইগ্রাম উপজেলা একসময় এত উন্নত ছিলো না। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার দিক থেকে সবচেয়ে বেশি নাজুক ছিলো বড়াইগ্রাম। পরে বনপাড়া-পাবনা মহাসড়ক এবং বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক হওয়ার পর যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে। সাথে সাথে বড়াইগ্রাম উপজেলার গুরুত্ব অন্যান্য উপজেলার চেয়ে বৃদ্ধি পায়। এ উপজেলার উপর দিয়ে চলমান রয়েছে মোট 35 কি.মি. মহাসড়ক। ত্রিমুখি সড়ক যোগাযোগকে সংযুক্ত করে বনপাড়ায় একটি গোল চত্তর নির্মিত হয়েছে যা বনপাড়া বাইপাস চত্তর নামে পরিচিত। দেশের যেকোন প্রান্তের সাথে যোগাযোগের জন্য এটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়েছে।

বনপাড়া গোলচত্তর থেকে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্তরের দূরত্ব ৮৬ কি.মি.। এর মধ্যে ১৬ কি.মিটার সড়ক বড়াইগ্রামের সীমানাধীন। এটি একসময় দেশের সবচেয়ে আকর্ষনীয় ও সুন্দর সড়ক হিসেবে পরিচিত ছিলো। চলনবিলের উপর দিয়ে চলমান এ মহাসড়কটির পাশ দিয়ে বয়েছে আরেকটি ছোট সড়ক যা প্রধান সড়ক থেকে ছোট যান সমুহের চলাচলকে পৃথক করে।

বর্ষাকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উভয় পাশে থৈ থৈ করে পানি। পানির মহাসমুদ্রের মাঝ দিয়ে বয়ে গেছে সিরাজগঞ্জ-বড়াইগ্রাম মহাসড়ক। প্রকৃতির বিশালতায় ঘেরা আকা-বাকা এ পিচঢালাই সড়কে ছুটে চলা যানের গতি একটু বেশিই থাকে। তাই আজও  এ সড়কের সৌন্দোর্যের রং লাল কলঙ্কে লিপিবদ্ধ হচ্ছে। বড়াইগ্রাম মহাসড়কের রেজুর মোড় তারই সাক্ষ্যি বহণ করে চলেছে প্রায় ১০ বছর ধরে। এখানেই ঘটেছিলো স্ব্মরনকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একসাথে ঝড়ে গিয়েছিলো প্রায় অর্ধশত তাজাপ্রাণ। রেজুরমোড়ের সেই ভয়াবহতা আজ হয়তো ভুলে গেছে বড়াইগ্রামবাসি। কিন্তু নিহতদের পরিবারগণ কি সহজে ভুলতে পারবে?

বড়াইগ্রাম একটি কৃষি প্রধান জনপদ। এখানকার প্রায় ৮০ভাগ মানুষই কৃষি পেশার সাথে সম্পৃক্ত। বলা হয় এ উপজেলাটি খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ একটি জনপদ।

বড়াইগ্রামে শীতকালে প্রচুর খেজুরের গুড় উৎপাদিত হয়। যা স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন এলাকায় প্রেরণ করা হয়।  এলাকার উঁচু জমিতে সারা বছর বিভিন্ন প্রকার শাক সবজি উৎপাদিত হয়। অনেক পূর্ব হতেই বড়াইগ্রামের সাথে রাজধানী ঢাকাসহ উত্তর ও দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন এসেছে। ফলে কৃষিজাত পণ্য, মাছ, ফল ও শাক সবজী দেশের অন্যত্র প্রেরণ সহজ হয়েছে। এ উপজেলায় মোট ২৬২০৯ হেকটর আবাদী জমি রয়েছে। এখানকার মাটি বেশ উর্বর। পরিসংখ্যান মতে এখানকার প্রায় শতভাগ জমি সেচ সুবিধার আওতায় রয়েছে।

আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সারা বছর ধরে বিভিন্ন ফসল উৎপাদন করতে বড়াইগ্রাম উপজেলার কৃষকরা খুবই দক্ষ। ধান,গম,পাট,মুগ,মশুর,সরিষা,খেসারী, ভুট্রা,রসুন ও আখ এ উপজেলার প্রধান অর্থকরি ফসল। আর্থ-সামাজিক দিক থেকে এ উপজেলার প্রায় ৭০% কৃষক স্বচ্ছল। উপজেলার অধিকাংশ এলাকা উঁচু থেকে মাঝারী উঁচু হওয়ায় স্বাভাবিক বন্যায় ফসল হানির ঝুঁকি কম। তবে বর্ষায় বিস্তীর্ণ এলাকার ধান ক্ষেত বৃষ্টির পানিতে প্লাবিত হয়। তখন নানা রকম দেশী মাছের সমারোহ দেখা যায়।

এ উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে বড়াল নদীর দুটি শাখা। উপজেলার অধিকাংশ গ্রামই বড়াল নদীর দুই ধারে অবস্থিত। সে কারণে একে একসময় বড়ালগ্রাম বলা হত। কালক্রমে বড়ালগ্রাম নামটি বড়াইগ্রামে রুপান্তরিত হয়। গবেষকগণ বলেন এককালের খালে ভরা জঙ্গলবৃত্ত স্থানটুকুই বর্তমানে বড়াইগ্রাম নামে পরিচিত। যা কালের আবর্তে একটি উপজেলা মানচিত্রে পরিণত হয়েছে। এ মানচিত্র দখলকরে আছে প্রায় তিন লাখ মানুষ। তাদের মধ্যে রয়েছে বিষ হাজারের অধিক হিন্দু পরিবার ও আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। রয়েছে শতাধিক খ্রিষ্টান ও বৌদ্ধ পরিবারও। সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে তারা বড়াইগ্রামের মাটির সন্তান এই মন্ত্রে একসাথে বসবাস করে।

তাদের সকলের নাগরিক সেবার জন্য উপজেলাতে রয়েছে সকল প্রয়োজনীয় সেবাকেন্দ্র। এর মধ্যে স্বাস্থ্যখাতে রয়েছে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৬টি উপস্বাস্থ্যকেন্দ্র ও ৩২টি ক্লিনিক।

৯টি প্রশাসনিক এলাকাজুড়ে রয়েছে ১৯টি পোষ্ট অফিস, ২২টি প্রসিদ্ধ হাট-বাজার, ১৩টি ব্যাংক, ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি মহাবিদ্যালয় এবং ১৮টি মাদ্রাসা। তাছাড়াও উপজেলার প্রায় ১৯০টি গ্রামজুড়ে রয়েছে শতাধিক সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

বড়াইগ্রাম উপজেলা একটি প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদের নগরী। যদিও সেগুলো এখন অস্তিত্ব সংকটে।  উপজেলার নগর ইউনিয়নে দেখা মিলেছে ৪১৫-৪৫৫ সালের তাম্রশাসন এবং প্রাচীন পর্ণশর্বরী মূর্তি। জোয়ারি ইউনিয়নের শত শত বছরের মুগল দুর্গ, কালীমন্দির, দুর্গা মন্দির, শিব মন্দির, হারোয়ার প্রাচীন জয়কালী মন্দির। আহমদপুরের নবাবী আমলের মসজিদ। বড়াইগ্রাম ইউনিয়নের প্রাচীন জমিদার বাড়ি ও শিবমন্দির, মাঝগাঁও ইউনিয়নের প্রাচীন গুনাইহাটি মসজিদ ও ফারসি শিলালিপি। তছাড়া এখনো দৃশ্যমান রয়েছে জোনাইল ইউনিয়নের নোয়াবড়ি  গ্রামের সোনা পীরের দরগাহ, চান্দাই ইউনিয়নের সাঁতৈল রাজপ্রাসাদ, জোয়াড়ী ইউনিয়নের বিশি বাড়ী এবং বনপাড়া পৌরসভার লুর্দের রাণী মা মারিয়া ধর্মপল্লী। এসব নিদর্শনসমুহ যেমন প্রাচীনত্ব বহণ করে তেমনি দেশবাসির কাছে বড়াইগ্রামকে আদি প্রত্নসম্পদের নগরী হিসেবে পরিচিত করে।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।