Picsart 22 07 03 22 42 40 779
হৃদরোগ বিষয়ক টপ জার্নাল JACC: Cardiovascular Interventions-এ বাংলাদেশি ডাক্তার তাসনিম জারার ‘হৃদরোগে প্যারাভাল্ভুলার’ উপর একটি গবেষণা প্রকাশিত হয়েছে।
তাসনীম জারা জানান, যে সকল রোগীর হার্ট ভাল্ভ প্রতিস্থাপনের প্রয়োজন হয়, তাদের মধ্যে কিছু সংখ্যক রোগীর এক ধরনের জটিলতা দেখা দেয়, যাকে মেডিক্যাল সাযেন্সে বলা হয় প্যারাভাল্ভুলার লিক। এই জটিলতা হলে সাধারণত বুক কেটে অপারেশনের প্রয়োজন হয়, যা খুব ঝুঁকিপূর্ণ। এভাবে বুক কেটে অপারেশন না করে বিকল্প পদ্ধতিতে জটিলতা নিরসন করা নিয়ে গবেষণা পত্রটি করেছেন।
তাসনীম জারা বলেন, বিগত ১১ বছরের রোগীর তথ্য গবেষণা করে আমরা দেখেছি যে বুক কেটে অপারেশনের একটা নিরাপদ ও কার্যকর বিকল্প পদ্ধতি হচ্ছে ট্রান্সক্যাথেটার ক্লোজার। এমনকি প্রাথমিকভাবে এই বিকল্প পদ্ধতিতে রোগীদের মৃত্যুহার কম থাকে।
উল্লেখ্য, সাবলীল বাচনভঙ্গি আর তথ্যবহুল ঘরোয়া পদ্ধিতে বিজ্ঞানভিত্তিক মেডিকেল স্বাস্থ্যসেবার পরামর্শদানের জন্য ডা. তাসনিম জারা সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়। করোনার মহামারীর সময় মানুষকে সহজে ঘরে বসে স্বাস্থ্যসেবা দেয়ার জন্য অনলাইনভিত্তিক মেডিকেল প্ল্যাটফর্ম ‘সহায়’ গড়ে তুলেছেন তিনি। এই প্ল্যাটফর্ম থেকে নিয়মিত মানুষকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে যাচ্ছেন। হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে তাঁর ভিডিওগুলো দেখে। ডা. তাসনিম জারা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এভিডেন্স-বেজড মেডিসিনে স্নাতকোত্তর করছেন। বর্তমানে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সুপারভাইজার এবং ইন্টেগ্রেটেড ফাউন্ডেশন অব মেডিকেল এডুকেশন কোর্সে কাজ করছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ থেকে ষষ্ঠ বর্ষের ছাত্রছাত্রীদের পড়াচ্ছেনও তিনি। পাশাপাশি একজন পেশাদার চিকিৎসক হিসেবে যুক্তরাজ্যের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে কাজ করেন। করোনার মহামারীর সময় সম্মুখে থেকে কাজ করায় পেয়েছেন ব্রিটিশ সরকারের ‘ভ্যাকসিন লুমিনারি’ স্বীকৃতি।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।