নারায়নগঞ্জের বন্দর, মুন্সিগঞ্জের সিরাজদীখান ও ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ এলাকা হতে ১০ কেজি গাঁজা ও ১৮৯০ পিস ইয়াবাসহ ০৫ মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।
আজ রবিবার (০৩ জুলাই, ২০২২) র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-১০ এর ফেসবুক পেজ থেকে জানানো হয়, গত শনিবার(০২ জুলাই ২০২২) আনুমানিক ২:৩০ ঘটিকা হতে ২:৫০ ঘটিকা পর্যন্ত র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর ইসলামিয়া সুপার মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৭৪৫ (সাতশত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো আবু সাইদ (১৯) ও মোঃ রাসেল (২২)। এসময় তাদের নিকট হতে ০২টি মোবাইল ফোন ও নগদ ৩১০০ টাকা উদ্ধার করা হয়।

একইদিনে উক্তআভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন পূর্ব কাকালদি এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ০৮ কেজি ২০০ গ্রামসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হরো মোঃ হানিফ খান (৩৯)। এসময় তার নিকট হতে ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া গত ০১ জুলাই ২০২২-এ র‍্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ০২ কেজি ৭৫০ গ্রামসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম হলো মোহন মন্ডল (৩২) ও মোঃ আবু সাইদ শিশির (৩৫)। এসময় তাদের নিকট হতে ০৩টি মোবাইল ফোন ও নগদ- ৩,৫০০ টাকা উদ্ধার করা হয়।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।