shari

“মায়ের শাড়ি” শব্দটির সাথে সংমিশ্রিত রয়েছে আবেগ অনুভূতি এবং ভালোবাসা। তবে এই মর্ম অনেকেই বুঝতে পারেন না। আর যারা বোঝেন তাদের কাছে এই স্মৃতি মহামূল্যবান। সম্প্রতি মায়ের শাড়ির ওপর রচিত ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে খাইরুল ইসলাম তুফান এর পরিচালনায় ঠিক এমনই হৃদয় ছোঁয়া একটি মুক্তদৈর্ঘ চলচ্চিত্র “মায়ের শাড়ি” নির্মিত হয়েছে। যা ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। ইমপ্রেস টেলিফিল্ম নিবেদিত এই মুক্তদৈর্ঘ চলচ্চিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, আফসানা মিমি, শহিদুল ইসলাম সাচ্চু, প্রমুখ।

২৬ মিনিটের এই চলচ্চিত্রের প্রতিটি মুহুর্তে কৌতুহল বিরাজ করবে দর্শকের মনে। “মায়ের শাড়ি”তে দারুন এক গল্পকে প্রাণ দিয়েছেন নির্মাতা খাইরুল ইসলাম তুফান। দর্শকের মনে দাগ কেটে যাওয়ার মতো চলচ্চিত্র “মায়ের শাড়ি” এর শেষদিকে রয়েছে আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে শিক্ষণীয় এক বার্তা।

গল্পের শুরুটা হয় আশরাফ নামের চরিত্রের মাধ্যমে। লাইব্রেরীতে বই পড়ছিলেন আশরাফ। এমন সময় একটি ফোন এলো। বন্ধু রুবির বড়ভাই সাব্বির অনেক দিন বাদে ফোন দিয়েছেন। এত বছর পর হঠাৎ কেন তিনি ফোন করলেন এমন প্রশ্ন মাথায় ঘুরছে আশরাফের। ফোনটি রিসিভ করলেন তিনি।

ফোন রিসিভ করতেই সাব্বির জানালেন কিছুদিনের মধ্যে তিনি দেশে আসবেন, তারা চার ভাই বোন একত্রিত হচ্ছেন। এই কথা শুনে আশরাফ চিন্তায় পড়ে গেলেন।

আশরাফের মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, তারা চার ভাই বোন একত্রিত হচ্ছেন এই কথাটি সাব্বির ভাই আশরাফকে কেন জানালেন?

salauddin
‘মায়ের শাড়ি’তে আশরাফ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু।

এরপর আসে রুবির ছোট বোনের ফোন। সেও একই কথা জানায় আশরাফকে। তারা চার ভাই বোন একত্রিত হচ্ছেন।

বাকী থাকে রুবির ছোট ভাই রফিক। কিছু সময় বাদে সেও ফোন করে। রফিক বলেন, সাব্বির ভাই এবং রুবি আপু কিছুদিনের মধ্যেই দেশে আসছেন। তারা চার ভাই বোন আবারও একত্রিত হচ্ছেন।

এবার মহা চিন্তায় পড়ে যায় আশরাফ। সবগুলো ভাইবোন কেন তাকে ফোন করে জানাচ্ছে, তারা সবাই একত্রিত হচ্ছেন। সবার কথাগুলি আশরাফের কানে বাজতে থাকে। এভাবেই এগিয়ে চলে গল্প…

মুক্তদৈর্ঘ চলচ্চিত্র মায়ের শাড়ি ২০২১ সালের ১৪ই মে প্রচারিত হয় চ্যানেল আইয়ের পর্দায়। পরে চ্যানেল আই পজিটিভ থিংক–এর সোশ্যাল মিডিয়ায় ‘’মায়ের শাড়ি’’ চলচ্চিত্রটি প্রকাশ পায়।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।