Hossain Sohel thumbnail jpg

গাছ-পালা, নদী-নালা , পশু-পাখি ও পাহাড়-পর্বত ইত্যাদি প্রকৃতির জগত।  দেশের প্রাকৃতিক ভৌগোলিক অবস্থান বিশ্ব মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রাকৃতিক সম্পদ পরিবেশের অন্তর্ভুক্ত। যা মানুষকে বাচঁতে সহায়তা করে।

 

পাহাড়ি সৌন্দর্য, ঝর্ণাধারা, সমুদ্রের ঢেউ, বৃক্ষের সবুজতা, পাখির কলকাকলি মানুষের জীবনকে করে তোলে উপভোগ্য। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে হারিয়ে যেতে চান প্রায় প্রত্যেক মানুষই।

 

প্রকৃতির ঋতুকালীন গাছগাছালি থেকে বিভিন্ন প্রকারের ফল ফুল  মানুষ পান মানুষ। পরিবেশ ও প্রকৃতি থেকে অর্থনৈতিকভাবে লাভবানও অনেকে।  বিশেষ করে রাঙামাটি বান্দরবনসহ দেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলের মানুষ, প্রকৃতির সুফল পাচ্ছেন ভালো ভাবেই ।

 

পাহাড়ি জনপদের মানুষের হাসি আনন্দ, সুখ দুঃখ যার ফ্রেমে দেখে আসছে দেশের মানুষ, তিনি হোসেন সোহেল। পরিবেশ ও প্রকৃতির ভূবন নিয়ে সাংবাদিকতা করা সোহেল প্রাণ-প্রকৃতির মাঝে জীবন-যাপন করা মানুষের গল্পগুলো এখন তুলে ধরছেন স্যোসাল মিডিয়ায়। কেন তিনি প্রকৃতির ভূবন নিয়ে গড়ে তোলেছেন জীবন? পরিবেশ ও প্রকৃতির সাথে গড়ে ওঠা তার জীবনের গল্প বলেছেন চ্যানেল আই পজিটিভ থিংকের ক্যামেরায়।

 

 

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করে যাওয়া এই গণমাধ্যম কর্মী ছুটে চলেছেন দেশের বিভিন্ন প্রান্তে। কখনও কখনও নিতে হয়েছে নতুন নতুন চ্যালেঞ্জ। নিরুৎসাহের শিকার হয়েও  হোসাইন সোহেল কেন দেশের প্রাণ- প্রকৃতির গল্প তুলে ধরার পথে নামলেন ? জানিয়েছেন সেই কথা।

 

প্রাণ প্রকৃতি নিয়ে টেলিভিশন সাংবাদিকতা করা হোসেন সোহেল কেন কনটেন্ট নির্মাণ করেন, পাহাড়ে জীবন-যাপন করা মানুষদের নিয়ে? জানিয়েছেন সেই কথা । দিয়েছেন স্যোসাল মিডিয়ার ইতিবাচক ভূমিকার ব্যাখ্যা। অনুপ্রাণিত করেছেন কনটেন্ট নির্মাতাদের।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।