Afran Nisho

দেশের জনপ্রিয় অভিনয় শিল্পী আফরান নেশো। অভিনয়ে এতোটাই দক্ষ তিনি যে, যেকোনো চরিত্রকে ফুটিয়ে তুলতে পারেন নিজের মধ্যে। কখনো বখাটে প্রেমিক, কখনো রোমান্টিক চরিত্রে, ভিলেন, রিকশাওয়ালা ও দিনমজুর যাই থাকুক না তার চরিত্রে ফুটিয়ে তুলেন নিজের মধ্যে অনায়াসে।

 

অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে শুরু হয় তার নিশোর অভিনয় যাত্রা এবং আফজাল হোসেনের প্রতিষ্ঠান ‘টকিজ’ স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য তাকে ডাক দেয়। এরপরে আরো নানা নির্মাতার সাথে নানারকম কাজ করেন তিনি। থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডের জিনি জিনজার ফ্লেভারের একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নেন তিনি। এরপরে গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলু, কিরন মেহেদী প্রমুখ খ্যাতনামা পরিচালকের পরিচালনায় তিনি বিজ্ঞাপনে অভিনয় করেন।

এখন পর্যন্ত আফরান নিশো প্রায় দেড়শত টিভি নাটকে অভিনয় করছেন, বেশ কয়েকটি ওয়েব ফিল্মেও তাকে দেখা গিয়েছে। নিশোর সম্প্রতি উল্লেযোগ্য নাটকগুলো হল পুনর্জন্ম, পুনর্জন্ম ২, চিরকাল আজ , আপন , হ্যালো শুনছেন, এক মুঠো প্রেম কায়কোবাদ, বিলোপ, ভেলকি, ২ বাই ২ লাভ, হেল্প মি, রুমমেট, ইত্যাদি। এবং ওয়েব চলচ্চিত্র মাইনকার চিপায়, মরীচিকা, রেডরাম।

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ার পর পজিটিভ থিংকের ক্যামরায় নিশো বলেন, বছরজুড়ে কাজ শেষে সম্মাননা পুরস্কার পাওয়াটা আনন্দের এবং এটা আমাকে উৎসাহিত করে। সামনে যেন আরও ভালো কাজ করতে পারি। ইচ্ছা আছে খুব ভালো করার। বয়স এখন বাড়ছে তবুও আমি সবসময় বাচ্চা থাকতে চাই। আমি হয়ত কোনো গ্রুপ থিয়েটার থেকে আসিনি তবে আমার ইচ্ছে ছিল, চেষ্টা ছিল। এবং আমি এখনও একই ভাবে পরিশ্রম করে যেতে চাই। আমি যার প্রেমে এখনও মুশগোল সেই হুমায়ূন ফরীদিকে এই পুরস্কারটি উৎর্সগ করলাম।

আফরান নিশোর জন্ম ১৯৮০ সালের ৮ ডিসেম্বর। তিনি ২০০৩ সাল থেকে টেলিফিল্ম, ওয়েব সিরিজ এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নিশোর বাবা মো. আবদুল হামিদ মিয়া একজন মুক্তিযোদ্ধা এবং টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফুসফুসে ক্যানসারজনিত রোগে ভুগে ২০২০ সালের ১ অক্টোবর ২০২০ মৃত্যুবরণ করেন।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।