Monir
রাজধানীর বিজয় সরণী এলাকায় পরিচ্ছন্নতার কাজ করছিলেন মনির হোসেন। পজিটিভ থিংক জানতে চায় তার কাজ সম্পর্কে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে। মনির হোসেন বলেন, আমি ৩ বছর ধরে এই কাজ করি, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আমাদের কাজই হল ময়লা পরিস্কার করা। এর আগে আমি অটোরিকশা চালাইতাম, সেটা চালানোর চেয়ে এই কাজ করা অনেক ভালো। অটো রিকশা চালানো কঠিন কাজ, বের হলে বিভিন্ন ঝামেলা থাকে।

ময়লা পরিচ্ছন্নতার কাজ করে ১২ হাজার টাকা মাসিক বেতন পান মনির হোসেন। মনিরের স্ত্রীও তার সাথে এই কাজটিই করে। আর তা দিয়েই চলে মনিরের সংসার।
মনির বলেন, আমার স্ত্রীর সাথে বিয়ে হয় প্রেম করে। প্রেম করেছি দুই বছর, পরে অভিভাবকদের বলি এরপর আমাদের বিয়ে হয়। মনির বলেন, আমার কোনো বড় আসা নেই। আল্লাহ ভালো রাখছে। যাদের বড় আসা থাকে তাদের সারা রাত ঘুম ধরে না । আমি সারা দিন কাজ করি, রাত হলে রিলেক্স-এ ঘুমাই, কোনো টেনশন থাকে না। আমার জীবন নিয়ে আমি অনেক সুখী।
ঈদ কেমন কেটেছে? পরিচ্ছন্নকর্মী মনিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঈদ ভালো কাটেছে তবে ঈদে আমি কিছু কিনি নাই। আমার স্ত্রী সন্তানকে কিনে দিয়েছি। আমার বাবা মাকে কিনে দিয়েছি। ছোট ভাইকে কিনে দিয়েছি। টাকা পয়সার টান ছিল তাই আমি কিনতে পারি নাই। তবুও আমি সুখী। এই ঈদে আমার মতো সুখী কেউ নাই। আমার পরিবারকে খুশি করতে পেরেছি।
মনির বলেন আমার ২টি ছেলে আছে, ছেলেরা আমার মায়ের সাথে গ্রামে থাকে । আমি যেমন আমার মায়ের কাছে বড় হয়েছি তেমনি আমার ছেলেরাও আমার মায়ের কাছে বড় হচ্ছে।  ভবিষ্যত নিয়ে কোনো চিন্তা আছে কিনা জানতে চাইলে মনির বলেন, আমার ভবিষ্যৎ চিন্তা হলো আমার দুটো ছেলেকে মাদ্রাসায় পড়াবো।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।