maxresdefault 10 jpg

ঢাকা থেকে প্রায় ৭৯ কিলোমিটার দূরত্বের উপজেলা রায়পুরা। বলা হয় আজকের এই রায়পুরা উপজেলার আদি নাম ছিলো “কালীদহসাগরের চর” পরবর্তীতে রায় উপাধিদের কিছু সংখ্যক অমাত্য। উলেখ্যযোগ্য, প্রকাশ চন্দ্র রায়, পূর্ণ চন্দ্র রায়, মহিম চন্দ্র রায়,ঈশ্বরচন্দ্র রায় প্রমুখ। এদের নামানুসারেই প্রথমে এলাকার নাম হয়েছিলো “রায়নন্দলালপুর” এবং পর্যায়ক্রমে তা নামের অপভ্রংশ, রায়পুরা নামে প্রচলিত হয়ে আজকের এই রায়পুরা উপজেলা।

 

 

রায়পুরা একটি নৈস্বর্গিক ভূ-খন্ড। এর চতুর্দিকে বয়ে গেছে বাংলাদেশের প্রধান কয়েকটি নদী। মেঘনা,পুরাতন ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ ও কাকন। ভেতরে রয়েছে ৬টি রেলপথ। এবং এই মেঘনা ও তার শাখা-প্রশাখার জলবিধৌত অন্যতম স্থলভাগ এর মধ্যে দিয়ে চলে গেছে ঢাকা-চট্রগ্রাম রেললাইন।

এটি বাংলাদেশের নরসিংদীর দ্বিতীয় বৃহত্তম উপজেলা, ইংরেজ শাসন থেকেই এই অঞ্চলটি বিশাল জনগোষ্ঠি নিয়ে গঠিত। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম কেন্দ্র এই উপজেলা প্রকৃতিগতভাবেই দুই ভাগে বিভক্ত। রায়পুরা উপজেলার মোট ইউনিয়ন ২৪ টি, যথাক্রমে রায়পুরা, চান্দের কান্দি, অলিপুরা, রাধানগর, মির্জাপুর, চর-আড়ালিয়া, আমিরগঞ্জ, শ্রীনগর, পাড়াতলী, চাঁনপুর, হাইরমারা, চরসুবুদ্দি, নিলক্ষ্যা, মির্জানগর, পলাশতলী, আদিয়াবাদ, ডৌকারচর, মরজাল, উত্তর বাখরনগর, চরমধুয়া, মুছাপুর, মহেশপুর, মির্জারচর এবং বাঁশগাড়ী। এই উপজেলার দক্ষিণাঞ্চলের ৮টি ইউনিয়নই চরাঞ্চল অর্থাৎ নিম্নভূমি। আর বাকি উত্তর অঞ্চল পাহাড়ি লালমাটি এবং সমতল ভূমি।

রায়পুরার জীবন-জীবিকা মূলত কৃষিনির্ভর হলেও এক সময় তাঁতশিল্প এ এলাকায় ব্যাপক প্রসার ছিলো। এখনো কিছু এলাকায় দেখা যায় এই শিল্পের উপস্থিতি। ঢাকা মহানগরীর নিকটবর্তী এই বিশাল উপজেলার রয়েছে ঐতিহ্যবাহি ইতিহাস ও গৌরব। ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকায় জন্মগ্রহন করা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর আদি নিবাস রায়পুরার মুছাপুর ইউনিয়নে। এবং আরেকজন ২৩ অক্টোবর ১৯২৯ সালে মাহুতটুলি ঢাকায় জন্ম নেয়া নাগরিক কবি “শামসুর রহমান” এর পিতার বাড়ীও রায়পুরার পাড়াতলী গ্রামে এবং রাজিউদ্দিন আহমেদ রাজুর জন্মও এখানে। এছাড়াও প্রায় ১,৪৩৮ জন মুক্তিযোদ্ধাসহ বহু গুণি ব্যাক্তিবর্গের জন্মস্থান এই রায়পুরা উপজেলায়। একটি

রায়পুরা নামের ১টি পৌরসভার এই রায়পুরা উপজেলায় স্থানীয় পত্রপত্রিকার মধ্যে রয়েছে দৈনিক নরসিংদীর বানী, চ্যানেল ১৬ ইত্যাদি।

প্রায় ৩৭% শিক্ষার হার সমৃদ্ধ এই উপজেলায় রয়েছে মহাবিদ্যালয় ৩টি, উচ্চবিদ্যালয় ৩০টি, মাদ্রাসা ৮টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৪৮টি সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। রয়েছে ১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান মিলে প্রায় ৬১ টিরও অধিক স্বাস্থ্যকেন্দ্র।

নানারক সরকারি বেসরকারী স্থাপনা, সেবা প্রতিষ্ঠানসহ হাটবাজার মানুষের নিত্যদিনের আনাগোনা এবং শহর কেন্দ্রিক পরিবেশ ও অন্যান্য চিত্র নিয়েই রায়পুরা উপজেলা।

৩১২.৫০ বর্গকিলোমিটার আয়তনের রায়পুরা উপজেলার ২৩৭ টি গ্রাম এবং ১১৩টি মৌজায় বসবাসরত লোকসংখ্যা প্রায় ৪,৫৪,৮৬০ এরও অধিক।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।