The Silence jpg

সৎ থাকা একটি বড় গুণ। তার চেয়ে বড় গুণান্বিত বিষয় লোভহীন থাকা। বৈশিষ্ট্যপূর্ণ গুনের বিষয় হলো জুয়ার মতো ব্যধি থেকে দূরে থাকা। আমাদের সমাজ ব্যবস্থা এই বিষয়গুলো সাথে একমত। সকল ধর্মেও, সৎ থাকা।

লোভহীন থাকার ব্যাপারে বলে। ভিকি জাহেদ এর ওয়েব সিরিজ ‘দ্যা সাইলেন্স’ যেই ম্যাসেজটি রেখেছে তা বিস্ময়কর বটেই। উপস্থাপনের ধরণ আমাকে অবাক করেছে। অসৎপথে বড় লোক হওয়ার চিন্তাধারা সমাজ ব্যবস্থায় এখনো আছে। সেই চিত্রটিই তুলে ধরা হয়েছে দ্য সাইলেন্স ওয়েব সিরিজে। মেহজাবীন চৌধুরী তার চরিত্র সুন্দর করে উপস্থাপন করেছেন, শুধু তাইই নয় মেকআপের ধরণটাও অবাক করেছে। সবচেয়ে বেশি অবাক করেছে শ্যামল মাওয়ার চালাকচতুর চরিত্রটি।

অতি চালাকের গলায় দরি একটা কথা আছে। দ্যা সাইলেন্স সেই উপস্থাপনই করেছে। এদিকে সজলকে নতুন একটি চরিত্রে দেখে মুগ্ধ হয়েছি। তার চরিত্রটি একটু রহস্যজনকই মনে হয়েছে। আজিজুল হাকিম ও তার স্ত্রীর চরিত্রে থাকা মিমি  মনোমুগ্ধকর অভিনয় করেছে। এতো সুন্দর করে গল্পটি উপস্থাপিত হয়েছে। প্রশংসাপ্রাপ্য।

লোভ করা পাপ। আর পাপের ফল যে ভয়ানক এই উপস্থাপন নিঃসন্দেহে সমাজকে সুন্দর বার্তা দেয়। ভৌতিক বা রহস্যময় সিন, শিহরিত করেছে ভয়ের বিনোদনীয় জায়গা। সেই সাথে ব্যাকরাউন্ড মিউজিক ছিল সামঞ্জস্যপূর্ণ। সব মিলিয়ে ভিকি জাহেদ বরাবর মতো ভালো একটি কাজ উপহার দিয়েছে। দ্য সাইলেন্স একটি সচেতন মূলক ওয়েব সিরিজের মাইলফলক।

লিখেছেন : মোশারফ  হোসাইন 

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।