Mizanur Rahman Ariyan
‘বড় ছেলে’ নাটকটি ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশিত হয়, মন কেড়ে নেয় দর্শক মহলে। জিয়াউল ফারুক অপূর্ব  ও মেহজাবিন চৌধুরীর অভিনয়ে মুগ্ধ হয় দশর্ক। মানুষকে কাদিঁয়ে আলোচনায় আসে নাটকটি। ৩১ মে ২০২২ প্রতিবেদনটি লেখা পর্যন্ত সিডি চয়েস ড্রামা এর ইউটিউবে নাটকটির ভিউ হয়েছে ৩৯ মিলিয়ন। ‘বড় ছেলে’ আলোচনায় আসার পর সামনের সারিতে নাম চলে আসে নাটকটির নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের। এরপর `সুখে দুঃখে, সংসার, ভালো থেকে তুমিও, সুখ হোক শক্তি, শুভ্র নীলা, দেখা হবে কি?’ এর মতো অসংখ্য দর্শকপ্রিয় নাটক দর্শকপ্রিয় নাটক উপহার দেন এই র্নিমাতা।
মিজানুর রহমান আরিয়ান নাট্য পরিচালনার জীবন শুরু করেন ‘তুমি আমি সে’ নাটকের মধ্য দিয়ে। এরপর তিনি প্রায় শতাধিক নাটক নির্মাণ করেন। তার অসংখ্য নাটক জনপ্রিয় ও ব্যবসা সফল নাটক হিসেবে পরিচিতি লাভ করে। এর মধ্যে ‘বড় ছেলে ও মিঃ এন্ড মিসে ‘ অন্যতম এরপর আলোচনার জন্ম দেয় নেটওর্য়াকের বাইরে নামের ওয়েব ফিল্ম।

 

করোনাকালে সবার মতো নাটক নির্মাণ কাজে থামতে হয় এই নির্মাতার, কিছুদিন এরপরই ওটিটি প্লাটফর্ম চরকির প্রস্তাবনায় নির্মাণ শুরু করেন ‘নেটওয়ার্কের বাইরে’ নামের ওয়েব ফিল্মটি। মিজানুর রহমান আরিয়ান বড় পর্দার জন্য এটি নির্মাণ করলেও, কোভিড-১৯ এর কারণে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারেননি। নেটওর্য়াকের বাইরে চলচ্চিত্রটি ২০২১ সালের ১৯শে আগস্ট চরকিতে মুক্তি পায়। মুক্তির পরপরই প্রশংসা কুড়ায় দর্শক মহলে।
নেটওয়ার্কের বাইরে মিজানুর রহমান আরিয়ান রচিত ও পরিচালিত ওয়েব ফিল্ম এটি প্রযোজনা করেন নির্মাতা ও চরকির সিও রেদওয়ান রনি। সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করা চার বন্ধুর আনন্দ–বেদনা, ভ্রমণ ও অপ্রত্যাশিত ঘটনার বিবরণ ও বাস্তবতার চিত্র তুলে ধারে সচেতনতার বার্তা দিয়ে নির্মিত। এতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, ইয়াশ রোহান, খায়রুল বাসার ও জুনায়েদ বোগদাদী।  আরও অভিনয় করেন নাজিয়া হক অর্ষা, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ, তাসনুভা তিশা, মানস বন্দ্যোপাধ্যায়, শামীমা নাজনীন, মাহমুদ সাজ্জাদ, মুনিরা ইউসুফ মেমি, সমু চৌধুরী, হিন্দোল রায়, আনন্দ খালেদ, রিতু, তন্ময় সোহেল।
চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের এসে পজিটিভ থিংকের ক্যামেরায় মিজানুর রহমান জানিয়েছেন তার আবেগ অনুভূতি ও নির্মাণের কথা। এই নির্মাতা বলেন পুরস্কার সব সময় আমাদের অনুপ্রাণিত করে আর সেটা যদি হয় প্রিয় কোনো কাজের জন্য তাহলে তো আরও অনুপ্রাণিত বেশি করে। ‘নেটওয়ার্কের বাইরে’ আমার প্রিয় কাজ ছিল, এটার জন্য পুরস্কার পেলাম ভালো লাগলো। তিনি আরও বলেন ‘নাটক আমাকে ছোট থেকে বড় করেছে বড় পর্দার জন্য কাজ করবো তবে নাটকে সব সময়েই থাকবো।

 

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।