maxresdefault jpg

ইট-পাথরে নির্মিত ছোট বড় অসংখ্য এলোমেলো ঘরের শহর। তারই মাঝে ভেসে আসা খট-খট শব্দ। ভাবুকদের মনে একটু বিরক্তের অনুভুতি প্রকাশ পায়। কিন্তু এই শব্দই মুলত দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই শব্দের মধ্য দিয়েই সৃষ্টি হয় বাণিজ্যের বৃহত্তম অংশ বস্ত্র শিল্প। বলা হচ্ছে দেশের অন্যতম পরিচিত শহর নরসিংদী জেলা সম্পর্কে। ১১১৪ বর্গ কি. আয়তনের নরসিংদী জেলার মোট জনসংখ্যা প্রায় ২৫ লাখ। আর জেলা শহর তথা নরসিংদী জেলার প্রধান শহরের ২০.৯৫ বর্গ কি.মি আয়তনে বাস করে প্রায় ২ লাখ মানুষ। জনসংখ্যা ও আয়তনের বিচারে নরসিংদী শহরটি বাংলাদেশের ২৪তম বৃহৎ শহর হিসেবে স্বীকৃত। নরসিংদীর প্রাচীন ইতিহাস থেকে ধারণা পাওয়া যায়, পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে রাজা নরসিংহ তার নামের সাথে পুর যুক্ত করে একটি ছোট নগর স্থাপন করেছিলেন। ইহিতাসবিদদের মতে সেই নরসিংহপুর থেকেই কালের বিবর্তনে নরসিংদী নামের প্রতিষ্ঠা হয়েছে। একসময় নরসিংদী অঞ্চলটি মহেশ্বরদী পরগনার অন্তর্ভক্ত ছিল।

 

 

এ পরগনার জমিদার ছিলেন দেওয়ান ঈশা খা। পর্যায়ক্রমে অনেক জমিদার এ অঞ্চল শাসন করেছিলেন। জমিদারী প্রথা বিলুপ্তির পর নরসিংদী অঞ্চল প্রশাসনিকভাবে ঢাকা জেলাধীন নারায়ণগঞ্জ মহকুমার একটি থানা ছিলো। পরে ১৯৭৭ সালে ঢাকা মহকুমার অন্তর্ভুক্ত করা হয় এবং ১৯৮৪ সালে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব এবং রায়পুরা নামে ০৬টি উপজেলার সমন্বয়ে নরসিংদী জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। সিজি “তাঁতশিল্পের মেলা, নরসিদী জেলা”। ঢাকা জেলার পূর্ব সীমান্তে অবস্থিত মেঘনা, শীতলক্ষ্যা, পুরাতন ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ, হাঁড়িধোয়া এবং পাহারিয়া নদী বেস্টিত অঞ্চল নরসিংদী জেলা দেশের সভ্যতার ইতিহাসের সবচেয়ে প্রাচীন স্থান। এ জেলার উয়ারী ও বটেশ^র গ্রামে আবিষ্কৃত হয়েছে প্রায় ২৫০০ বছরের প্রাচীন সভ্যতা মৌর্যবংশের রাজত্বকালের কিছু নিদর্শন। এছাড়াও এ জেলায় রয়েছে বহু পুরাকৃর্তির নিদর্শন। মনু ময়িা জমদিার বাড়ি নবীন চন্দ্র সাহা জমদিার বাড়ি লক্ষণ সাহার জমদিার বাড়ি আশ্রাবপুর মসজদি, আটকান্দি মসজদি, বালাপুর জমদিার বাড়সিহ নানান ঐতহিাসকি স্থাপনা। জেলার দক্ষিণ পূর্বাঞ্চল মেঘনা বিধৌত নিম্নভূমি, পশ্চিমাঞ্চল উচ্চ সমতল ভূমি, উত্তরাঞ্চলে ছোট ছোট পাহাড়, টিলা, টেক ও নয়নাভিরাম অরণ্য আবরণে আবৃত। প্রাচীণকাল থেকেই নরসিংদী জেলা অর্থনীতিতে সম্মৃদ্ধ ছিলো। আর এর প্রধান উৎস ছিলো অঞ্চলের তাত শিল্প। এই তাত শিল্পের মাধ্যমে এখানকার মানুষের প্রধান ব্যবসাও হয়ে উঠে ছিলো বস্ত্র উৎপাদন। শত শত বছরের সেই ঐতিহ্য আজও প্রতিষ্ঠিত রয়েছে এ অঞ্চলে।

নরসিংদীর নদনদী ও আয়তন :

তবে এখানকার ঐতিহ্যবাহী হ্যান্ডলূম বা হস্তচালিত তাঁত শিল্প দিনে দিনে হারিয়ে যাচ্ছে ।  গত ৫শ’বছর ধরে বাংলাদেশ তথা উপমহাদেশের ৬০ থেকে ৮০ ভাগ সূতী বস্ত্রের চাহিদা মিটিয়ে এখন বিলুপ্তির প্রান্তে এসে দাঁড়িয়েছে এই জনপ্রিয় হস্তচালিত তাঁত শিল্পটি। আধুনিকায়নের কবলে পড়ে শিল্পটি এখন শক্তচিালতি তাঁতকল পাওয়ালূম নামে পরর্বিততি হয়ছে। ‘প্রাচ্যের ম্যানচেষ্টার বলে খ্যাত দেশের বিখ্যাত পাইকারি কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটের অবস্থান  এ জেলাতেই। বর্তমানেও দেশের বস্ত্র চাহিদার প্রায় সিংহভাগ পূরণ করছে এ জেলার আধুনিক তাঁত শিল্প। বর্তমানে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অবস্থানগত নানা কারনে  এ জেলাটি কৃষি, শিল্প, অর্থনীতিসহ অন্যান্য মিলে এক সমৃদ্ধ জেলা হিসেবে অবস্থান করছে। এছারাও রয়েছে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস এবং ব্যাতিক্রমি প্রাচীন সভ্যতার নিদর্শন। মেঘনা, শীতলক্ষ্যা,আড়িয়ালখাঁ. পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীর বিধৌত প্রাচীনসভ্যতা ও ঐতিহ্যে লালিত এই জেলাটিই আজকের নরসিংদী। ৫টি নির্বাচনী এলাকার জেলা নরসিংদীর আয়তন ৩,৩৬০.৫৯ বর্গকিলোমিটার। জেলায় রয়েছে ৬টি উপজেলা, ৭ টি থানা,৬ টি পৌরসভা, ৭১টি ইউনিয়ন, ১০৯৫টি গ্রাম, এবং ৬২৪টি মৌজা।

নরসিংদীর শিক্ষালয় :

৭৫% শিক্ষার হারের এই জেলায় প্রাথমিক বিদ্যালয় ৭৪৬ টি, মাধ্যমিক বিদ্যালয় ১৩৬ টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৩৯ টি, কারিগরী বিদ্যালয় ১৬ টি, এবং কলেজ ৩৬ টি সহ অন্যান্য আরো কিছু সংখ্যাক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রায় ৭টি হাসপাতালসহ আছে সরকারি বেসরকারী নানারকম উন্নয়ন ও সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। এবং চোখ জোরানো শহর গ্রামের সৌন্দর্য ও দর্শনীয় স্থানগুলো। নরসিংদী জেলায় বসবাসরত জনসংখ্যা প্রায় ২২,২৪,৯৪৪ জনেরও অধিক মানুষের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা নিয়জিত আছেন জেলা পুলিশের প্রায় ২০০০ হাজারেরও অধিক ফ্রন্টলাইনার এর অভিবাবক পুলিশ সুপার জনাব- তার পরিচয় বলেছেন পুলিশি সেবায় যোগদান সম্পর্কে কিছু কথা। চ্যানেল আইপজিটিভ থিংক এর ক্যামেরায় উঠে এসেছে পুলিশি সেবা সম্পর্কে জনসাধারনের মন্তব্য। বলেছেন নরসিংদী জেলা সম্পর্কে এবং তার নেতৃত্বে জেলা পুলিশের সেবা আরো জোরদার এর ব্যাপারেও কথা বলেছেন এই পুলিশ সুপার। নিঃশন্দেহে নরসিংদীবাসির জন্য নরসিংদী জেলা পুলিশের পক্ষথেকে এগুলোই হবে সবুজ সংকেত।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।