IMG 20220702 050145
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে এখন শিক্ষককে পিটিয়ে মারছে ছাত্র। এক শিক্ষক অপর শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের লেলিয়ে দেন। সবাইকে হাতে হাত রেখে দেশ ও সমাজকে রক্ষা করতে হবে। সকল সামাজিক ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি আরো বলেন, পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা বাড়বে, দেশ এগিয়ে যাওয়ার সাথে। আর জনগণের প্রত্যাশা অনুযায়ী পুলিশ সেবা দিতে সদা প্রস্তুত। আগে চুরি, ডাকাতি হতো, এখন সে-সব কমছে; আবার একই হারে বাড়ছে সাইবার ক্রাইম,  অনলাইন অপরাধ। যেকোনো ধরনের অপরাধ রুখে দিয়ে জনগণের সেবার লক্ষ্যে সকল পর্যায়ের পুলিশ সদস্যকে দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।