FB IMG 1656712354304

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নিজস্ব ল্যাবে বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মিলে তৈরি করেছেন একটি রোবট। যার নাম দিয়েছেন ‘পদ্মা’।

রেস্তোরাঁয় খাবার পরিবেশন, আগুন নেভাতে সাহায্য ও ছোটখাটো দূরত্বে জিনিসপত্র আনা-নেওয়ার কাজে ব্যবহার করা যাবে রোবটটি। রোববটি প্রস্তুতকারী দলের নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক। প্রধান প্রকৌশলী হিসেবে ছিলেন একই বিভাগের শিক্ষক এ এস ফারদিন। তাঁদের সঙ্গে কাজ করেছেন সিএসই ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আট শিক্ষার্থী। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ একমাস সময়ে তৈরি করতে সক্ষম হয়েছে দলটি।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।