ctgS
ঈদুল আজহা ১০ জুলাই। ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন ৩ জুলাই রবিবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় বেড়েছে।
গত ১ জুলাই থেকে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দুই দিন তেমন চাপ না থাকলেও রবিবার অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকে রাত থেকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন।

 

আরও পড়ুন : চালু হলো নতুন ‘রেল সেবা অ্যাপ, ব্যবহার করবেন যেভাবে

 

এবার ঈদুল আজহা উপলক্ষে ১০টি আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। এর মধ্যে অর্ধেক টিকিট দেওয়া হচ্ছে কাউন্টারে। বাকি টিকিট অনলাইনে অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, চট্টগ্রামে ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেওয়া হচ্ছে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের ও ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের টিকিট।

 

আরও পড়ুন :

১. সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ৫৮ হাজার টিকিট বিক্রি

২. যেসব স্টেশনে পাবেন আপনার অঞ্চলের টিকিট, অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে যেসব তারিখে!

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।