এখন জলাবদ্ধতার সমস্যা নিয়ে অ্যাপের মাধ্যামে অনলাইনে করা যাবে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে সে-সব এলাকায় নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা।

আজ ০৩ জুলাই, ২০২২ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। স্ট্যাটাসে তিনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগরবাসীকে ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে নিজ নিজ এলাকার জলাবদ্ধতার সমস্যা জানাতে আহবান করেন। এতে করে অভিযোগের ভিত্তিতে দ্রুততম সময়ে মধ্যে নাগরিকের ভোগান্তি কমাতে ঐ এলাকায় তাৎক্ষণিক ব্যববস্থা নিবে ডিএনসিসির কর্মকর্তারা।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।