KAMLAPUR LINE 2
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাড়ি টানে বাড়ি ফেরার আশায় কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিড় জমিয়েছে শহরে বসবাস করা মানুষ। স্বজনদের সাথে ঈদ করতে বাধা বিপত্তি আর কষ্টকে জয় করে টিকিট পাওয়ার আশায় দীর্ঘ প্রতীক্ষা টিকিট প্রত্যাশীদের।
অগ্রিম টিকিট বিক্রির দিন রাজধানী কমলাপুর রেলস্টেশনে ৩ জুলাই রোববার দেখা মিলে ঈদের অগ্রিম টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। সকালে টিকিট প্রত্যাশীদের চাপ গত দুই দিনের তুলনায় বেশি ছিল।

 

আরও পড়ুন : চট্টগ্রাম স্টেশনে বেড়েছে টিকিট প্রত্যাশীদের ভিড়

 

কমলাপুর স্টেশনের মূল প্ল্যাটফর্মের বাইরে চলে গেছে টিকিটপ্রত্যাশীদের লাইন। লাইনে যারা সামনের দিকে আছেন, তাঁদের অধিকাংশই গতকাল শনিবার থেকে অবস্থান করছেন। অপেক্ষায় থাকা অনেকে ক্লান্ত হয়ে প্ল্যাটফর্মের মেঝেতে বসে আছেন।
এদিকে, পেছনের দিকে থাকা অধিকাংশই মনে করছেন, তাঁরা টিকিট পাবেন না। টিকিট না পেলে কেউ কেউ চলে যাবেন, আবার কেউ আগামীকাল সোমবার যেন পান, সেই আশায় থেকে যাবেন।
টিকিট নিয়ে এমন আশা প্রত্যাশা রাখা মানুষগুলো যখন টিকিট পেয়ে যান তখন সোনার হরিণ পাওয়ার মতোই উচ্ছ্বাস দেখা যায় তাদের চোখে মুখে। আপনজনদের সাথে ঈদ করতে বাড়ি যাওয়া শুভ হোক এই মানুষগুলো এমনটিই প্রত্যাশা সবার।
আরও পড়ুন :
২. যেসব স্টেশনে পাবেন আপনার অঞ্চলের টিকিট, অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে যেসব তারিখে!
২. কোরবানি পশু পরিবহনে চালু হচ্ছে স্পেশাল ক্যাটল ট্রেন

 

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।