প্রমিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হলো বাংলাদেশ। ২০২৪ সালে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি। ইংল্যান্ডের বার্মিংহামে আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ২০১৪ মেয়েদের বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। তবে সেবার ছেলে ও মেয়েদের বিশ্বকাপ একই সঙ্গে হয়েছিল বাংলাদেশে। আর এবার শুধু মেয়েদের কুড়ি ওভারের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।
পরের বছর ২০২৫ সালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। ২০২৬ সালের কুড়ি ওভারের বিশ্বকাপ শুধু হবে ইংল্যান্ডে। পরের বছর ২০২৭ সালে মেয়েদের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক শ্রীলঙ্কা। যদিও এখানে একটি শর্ত দেওয়া আছে। শ্রীলঙ্কা আয়োজক স্বত্ব ধরে রাখবে যদি তারা এই প্রতিযোগিতায় খেলায় যোগ্যতা অর্জন করতে পারে।
আইসিসি জানিয়েছে, ‘তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিডিং প্রক্রিয়ায়’ চূড়ান্ত করা হয়েছে আয়োজক। প্রত্যেক বিড খুবই সুক্ষ্মভাবে পর্যালোচনা করেছে আইসিসি বোর্ডের সাব-কমিটি, যার প্রধান ছিলেন মার্টিন স্নিডেন। তার সঙ্গে ওই কমিটিতে আরও ছিলেন ক্লেয়ার কনর, সৌরভ গাঙ্গুলী ও রিকি স্কেরিট।
২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত মেয়েদের আইসিসি ইভেন্ট:
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশ
২০২৫ ওয়ানডে বিশ্বকাপ: ভারত
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ড
২০২৭ চ্যাম্পিয়নস ট্রফি: শ্রীলঙ্কা (যদি তারা যোগ্যতা অর্জন করে)
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।