FOOTBALL PRESS
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) টুর্নামেন্টের সঙ্গে মানিয়ে নিতে এবার সাফের আসরটি হচ্ছে অনূর্ধ্ব-২০। ২৫ জুলাই ভারতের ভুবনেশ্বরে শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতায় আপাতত ফাইনালে চোখ বাংলাদেশ দলের।
টুর্নামেন্ট খেলতে শুক্রবার ভারত যাওয়ার আগে (বৃহস্পতিবার) বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লক্ষ্যের কথা জানান অধিনায়ক তানভির হোসেন, ‘আমরা ফাইনালের লক্ষ্য নিয়েই ভুবনেশ্বর যাচ্ছি।’

 

আরও পড়ুন : মায়ের মুরগি বেচা টাকায় বসুন্ধরা গ্রুপ পাইওনিয় এর অনুর্ধ্ব-১৫ ফুটবলে পায়েল!

 

উদ্বোধনী দিনে সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের দলটি। পাঁচ দলের এই প্রতিযোগিতায় স্বাগতিক ভারত ও বাংলাদেশ ছাড়া অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপাল। সিঙ্গেল লিগ ভিত্তিক খেলায় পয়েন্ট টেবিলে সেরা দুটি দল ৮ আগস্ট খেলবে ফাইনালে।
২০১৫ সালে বয়সভিত্তিক এ প্রতিযোগিতা শুরু হলেও এখনও ট্রফি জিততে পারেনি বাংলাদেশ দল। ২০১৯ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতায় হয়েছিল রানার্সআপ।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।