MIMI jpg
সড়ক দুঘর্টনায় আহত ব্যক্তি, মানসিক ভারসাম্যহীন রোগী, ফেলে যাওয়া নবজাতক সহ অসহায়ত্ব অনুভব মানুষের ‘সহায়’ হয়ে পাশে থাকেন ফেনীর মঞ্জিলা আক্তার মিমি।
মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ এর মাধ্যমে ফেনীসহ দেশের বিভিন্নপ্রান্তে মঞ্জিলা সেবা দিচ্ছেন অসহায় মানুষদের। মানুষকে সেবা দিতে আছে সংগঠনটির নিজস্ব অ্যাম্বুল্যান্স ও স্বেচ্ছাসেবক দল।
ফেনী জেলার মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ বয়ে যাওয়ায় এখানে ঘটে বিভিন্ন দুর্ঘটনা। সেসব দুর্ঘটনা কবলিত মানুষদের মঞ্জিলা তার সংগঠনের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া, চিকিৎসা করানো। এবং পরিবারের কাছে পৌছে দেওয়ার কাজটিও করে থাকেন। এছাড়া সংগঠনটি অজ্ঞাত মৃত ব্যক্তির দাফনকাফন সম্পূর্ণ করেন। রাস্তায় পরে থাকা মানসিক ভারসাম্যহীন রোগীকে পরিচর্চা মাধ্যমে সুস্থ করে তোলেন, ঠিকানা সংগ্রহ করে তাদের পৌছেও দেন আপনজনদের কাছে।
মানসিক ভারস্যমহীন রোগীর জন্ম দেওয়া নবজাতক। এবং পরিত্যক্ত হিসেবে পাওয়া নবজাতকদের মঞ্জিলা নিজ ঘরে দীর্ঘ লালনপালনও করেন। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দত্তক দিয়ে থাকেন সেই শিশুদের।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।